বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। ছুটি পেলেই বাঙালি ঘুরতে বেরিয়ে পরে পাহাড়-সমুদ্র কিংবা জঙ্গলে। এবারের পূজোর ছুটিতে যারা ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। ডুয়ার্স বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জঙ্গল।
জলদাপাড়া, গরুমারার মতো অভয়ারণ্য পর্যটকদের কাছে খুবই প্রিয়। তবে জঙ্গল ছাড়াও ডুয়ার্সের আশেপাশে রয়েছে ঘোরার বিভিন্ন জায়গা। সেই সব জায়গার নাম অনেকেই জানেন না। এমনই একটি জায়গা হল তুরিবাড়ি (Turibari)। ওদলাবাড়ির একটা অংশ হল তুরিবাড়ি। তুরিবাড়ি ওদলাবাড়ি থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে।
এই জায়গাটি পাহাড় ও চা বাগানে ঘেরা। শরৎকালে এই জায়গার সৌন্দর্য আপনার মন হরণ করবে। ইয়েলবং, চালসার মতো মনমুগ্ধকর জায়গায় রয়েছে তুরিবাড়ির খুব কাছে। শরতের নীল আকাশে যখন গোটা বাংলা শারদ উৎসবে মাতবে, তখন পুজোর কটা দিন আপনারা অনায়াসে ঘুরে আসতে পারেন তুরিবাড়ি থেকে। এর খুব কাছেই রয়েছে পাথরঝরা।
শান্ত এই জায়গাটি দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী।শোনা যায় মাঝে মধ্যেই হাতির পাল আনাগোনা করে এখানকার চা বাগানে। মাঝেমধ্যে তারা ঢুকে পড়ে গ্রামে। যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে দেখা মিলতে পারে হাতির। এছাড়াও পক্ষী প্রেমীদের কাছে এই জায়গাটি নিঃসন্দেহে আকর্ষণীয়। তুরিবাড়ির আকাশে দেখা মেলে নাম না জানা বিভিন্ন রং-বেরঙের পাখির।
অফবিট ডেস্টিনেশন হওয়ায় এই জায়গাতে পর্যটকদের আনাগোনা কম। তবে যারা নির্জনতা ভালোবাসেন তারা কয়েকদিনের জন্য ঘুরতে আসতে পারেন এখানে। কিছু হোমস্টে ও রিসোর্ট রয়েছে রাত্রিবাসের জন্য। যারা পুজোয় ঘুরতে যেতে চান তারা এখন থেকে বুক করে রাখতে পারেন হোটেল।