উদ্দেশ্য ছিল আইফোন কেনা! তাই ৮ মাসের শিশুর সাথে যা করল মা-বাবা, শুনলে চমকে উঠতে হয়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষে পেটের দায় সন্তান বিক্রি করে দেওয়ার ঘটনা নতুন নয়। অতীতে এমন বহু ঘটনা সামনে এসেছে। কিন্তু কখনো শুনেছেন শখ পূরণ করার জন্য কেউ তাদের সন্তানকে বেচে দিয়েছে? চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana)। অভিযোগ এক দম্পতি তাদের আট মাসের সন্তানকে বেচে দিয়ে কিনেছেন আইফোন ১৪।

অভিযোগ সামনে আসার পর অভিযুক্ত এই দম্পতি ও শিশুটিকে কেনা দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে সন্তানটির মায়ের নাম সাথী। পুলিশি জেরায় তিনি জানিয়েছেন, তিনি তার আট মাসের সন্তানকে বিক্রি করে দিয়েছেন এক প্রতিবেশী দম্পতির কাছে। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে সাথীর স্বামী জয়দেবকেও।

জয়দেব পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি সন্তান বিক্রি করে সেই টাকায় কিনেছেন আইফোন ১৪ (iPhone 14)! জয়দেব জানিয়েছেন এই ফোন দিয়ে তারা ইনস্টাগ্রাম রিল বানাতে চাইছিলেন। ওই শিশু সন্তানটিকে যে দম্পতি কিনেছিলেন পুলিশ তাদেরও গ্রেফতার করেছে। প্রিয়াঙ্কা ঘোষ নামের এক মহিলা কেনেন শিশুটিকে।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই শিশু সন্তানটিকে কেনার জন্য তিনি ভাল দাম দিয়েছিলেন। শিশু কেনার জন্য বহুদিন ধরে তাদের কথা হচ্ছিল। বাচ্চাটিকে নিজেদের বাড়িতে তিনি শনিবার মধ্যরাতে নিয়ে আসেন। অভিযোগ পাওয়ার পরেই দ্রুত আসরে নামে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত দম্পতি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

baby dead body

এমনকি জেরার সময় তারা নির্বিকার ছিলেন বলেও দাবি পুলিশের। পুলিশ বলেছে, অভিযুক্ত দম্পতির প্রতিবেশীদের প্রথম সন্দেহ হয়। দম্পতির আর্থিক অবস্থা ভালো ছিল না। কিন্তু হঠাৎ তাদের হাতে আইফোন দেখতে পান প্রতিবেশীরা। তাছাড়াও কিছুদিন ধরে তারা শিশুটির কান্নার আওয়াজও পাচ্ছিলেন না। সন্দেহ হওয়ায় ওই দম্পতির এক প্রতিবেশী প্রথম খবর দেন পুলিশে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X