বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। শাসক থেকে শুরু করে বিরোধীরা সকলেই নিজের মতো করে রাজনীতির অঙ্ক কষতে ব্যস্ত হয়ে পড়েছেন। আর প্রতিবারের মত এবারেও উঠে আসছে একাধিক সাংসদকে নিয়ে ‘দলবদলে’র গুঞ্জন। এদিকে, দিন কয়েক আগেই সংসদ ভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে সৌমিত্র খাঁয়ের (Soumitra khan) সাক্ষাৎকে কেন্দ্র করে তরজা শুরু হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই, তৃণমূল ও বিজেপির দুই সাংসদের বাক্য বিনিময়ের পরেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে, বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ ঘাসফুল শিবিরে ফের নাম লেখাতে পারেন। এবার এই চর্চায় জল ঢেলে আসল সত্য তুলে ধরলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। বাংলাহান্টের পক্ষ থেকে সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। এরপরেই বাংলাহান্টের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে তার সাফ জবাব, “আমি কী পাগল হয়েছি” ?
পাশাপাশি তিনি আরোও বলেন, কোন নেতার সাথে মুখোমুখি দেখা হলে “দুটো কথা বলা” ভারতীয় জনতা পার্টি শুধু নয়, ভারতীয় সংস্কৃতির অংশ। সেই সঙ্গে তিনি একথাও স্পষ্ট করে বলেন, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বাক্যালাপের পিছনে সৌজন্যতা ব্যতীত আর কিছুই নেই। এছাড়াও, তৃণমূলের অন্যান্য সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার নিছক আড্ডার সম্পর্ক বলেও উল্লেখ করেন।
একই সঙ্গে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ আরোও জানান, ২০১৯ সাল থেকেই এই গুঞ্জন শুরু হলেও তৃণমূলে ফিরে যাওয়ার কোন সম্ভাবনাই নেই। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের রাজনীতি করবে। সৌমিত্র খাঁ তার মতো করে বিজেপির সঙ্গে রাজনীতি করবে। আর এটাই স্বাভাবিক”। তবে, তৃণমূল কংগ্রেস আদৌ সৌমিত্র খাঁকে নিয়ে ভয় পাচ্ছে কী না প্রশ্ন করা হলে, তিনি জানান, এই ধরণের ভাবনার কোন যুক্তি নেই।