বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর থেকেই শুরু হবে দুয়ারে সরকারের কাজ। আর এই কর্মসূচিতে এবার এক নতুন বিষয় যোগ করছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, এবার থেকে পরিযায়ী শ্রমীকদের নাম নথিভুক্ত করবে সরকার। লকডাউনের সময়ই আমরা দেখেছি যে, পরিযায়ী শ্রমিকরা কীরকম সমস্যার সম্মুখীন হয়েছেন। অবশেষে তাদের জন্য কিছু খুশির খবর নিয়ে এল সরকার।
দিনকয়েক আগেই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য আলাদা পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। এইদিন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পরিযায়ী শ্রমিকদের কাছে আবেদন জানিয়েছেন, এই পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য। এমতাবস্থায় অনেকের মনেই প্রশ্ন যে, কী কী সুবিধা মিলবে এতে? কোন সাহায্য পাবে শ্রমিকরা? বাড়তি কোন সুবিধা মিলবে কি?
রাজ্য সরকারের নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, কোন পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে গিয়ে প্রাণ হারালে তার পরিবারকে ২ লক্ষ পর্যন্ত নগদ টাকা দিয়ে সাহায্য করা হবে। আহত শ্রমিকদের ১ লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হবে। সেই কারণেই রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করছে সরকার। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে কেরল, নয়াদিল্লি এবং মহারাষ্ট্রে অফিস খুলতে চলেছে রাজ্যের শ্রম দফতর।
রাজ্যের লক্ষ্য, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে কোন বিপদে পড়লে তাদের তৎক্ষণাৎ বিপদ থেকে উদ্ধার করা। সেখানে গিয়ে কোনরকম বিপদে পড়লে তারা যাতে এই শ্রম দফতরে যোগাযোগ করতে পারে সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। জানা গেছে অফিস থেকেও তাদের সহায়তা করা হবে।
পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য একটি ডেটা ব্যাঙ্ক-ও তৈরি করা হবে বলে খবর। চেষ্টা চলছে একটি নতুন অ্যাপ এবং পোর্টাল চালু করার। এই বিষয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটককে চেয়ারম্যান করে নতুন বোর্ড গঠন করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, করমন্ডল এক্সপ্রেসের ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। আর তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে তাদের উদ্ধারের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।