বাংলা হান্ট ডেস্কঃ গত দু দিন থেকে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। বিশেষ মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে বুদ্ধদেববাবুকে সুস্থ করার মরিয়া প্রচেষ্টা চলছে। সূত্রের খবর আগের থেকে কিছুটা সুস্থ তিনি। সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে আলিপুরের বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো।
এদিন বুদ্ধবাবুর সঙ্গে দেখা করে হাসপাতাল থেকে বেরিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট সাবধান হয়ে করছেন ওরা (চিকিসৎকেরা)৷ বোর্ডও হয়েছে৷ আমার যেটুকু মনে হল উনি আমাকে হাত নাড়লেন৷ এখন ভালই আছেন, স্টেবল আছেন৷’’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ওর (বুদ্ধদেব ভট্টাচার্য) জ্ঞান আছে ভালই৷ উনি হাত নাড়লেন৷ ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে৷ বাইপ্যাপ চলছে৷ বাকিটা, আমি চিকিৎসক নই, তাই বলতে পারব না৷’’
তবে হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা পরিষেবার প্রশংসা করে মমতা বলেন, “হাসপাতালে ট্রিটমেন্ট চলছে। ওরা সকলে সাধ্যমতো চেষ্টা করছে। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।” এরপরেই তাকে দেখে হাত নাড়নোর কথা বলেন বর্তমান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, রবিবারই চিকিৎসকরা জানিয়েছিলেন গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ওনার আর জ্বর আসেনি। কিছুটা উন্নতি হয়েছে। আজও চিকিৎসকেরা জানান, আগের থেকে এখন একটু ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন ভেন্টিলেশন থেকে বের করে নন ইনভেসিভ ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়।