বাংলাহান্ট ডেস্ক: টলিউডের ব্যোমকেশদের (Byomkesh) তালিকায় অবিলম্বেই যুক্ত হতে চলেছে একটি নাম। দেব (Dev), বাংলা ফিল্ম জগতের বর্তমান সুপারস্টার এবার পা গলাতে চলেছেন আইকনিক এই চরিত্রের জুতোয়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টিকে নতুন ভাবে পর্দায় তুলে ধরতে চলেছেন দেব। তার আগে সত্যান্বেষীর সহকারী অজিত ওরফে অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) মুখ খুললেন অভিনেতা সম্পর্কে।
কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত বেশ লম্বা পথ অতিক্রম করে এসেছেন দেব। মূলধারার বাণিজ্যিক ছবি থেকে বেরিয়ে ভিন্ন ধরণের ছবির দিকে ঝুঁকেছেন তিনি। খুলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা। এসেছে সাফল্য। এই প্রথম ব্যোমকেশ বক্সী হয়ে দর্শকদের সামনে আসছেন দেব। বক্সী হয়ে দর্শকদের সামনে আসছেন দেব।
দেব হচ্ছেন ব্যোমকেশ, ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছিল ট্রোল। কিন্তু পিছু হটেননি অভিনেতা। টিজার অবশ্য দর্শকদের ধারণা অনেকটাই বদলেছে। এবার দেবের প্রশংসায় পঞ্চমুখ হলেন তাঁর অজিত ওরফে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য।
দেবের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন অম্বরীশ। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন দুজনে। তবে অজিত চরিত্রটি বিশেষ গুরুত্ব রাখবে তাঁর কেরিয়ারে, তাতে সন্দেহ নেই। এতদিনের অভিজ্ঞতা থেকে অম্বরীশের বক্তব্য, ব্যোমকেশ হিসেবে উত্তম কুমারের পরেই দেবের স্থান।
দেবের সম্পর্কে অম্বরীশ বলেন, তিনি কখনোই নিজের কাজে সন্তুষ্ট হন না। প্রতিদিনই কিছু না কিছু শেখেন তিনি। অম্বরীশ বলেন, তাঁর চেনাজানা অনেক অভিনেতাই রয়েছেন যারা একটা আত্মতুষ্টির পর্যায়ে পৌঁছে গিয়েছেন। কিন্তু দেব এক্ষেত্রে ব্যতিক্রমী। অম্বরীশ এও জানান, অভিনেতা হিসেবে তাঁর প্রিয় নিঃসন্দেহে অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু তিনি জোর গলায় বলতে পারেন, উত্তম কুমারের পর দেবই সেরা ব্যোমকেশ হতে চলেছেন।