বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অনেকেই বলে থাকেন শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব হলো উদ্বাস্তু, ছিন্নমূল বাঙালীদের সংগ্রামের একটা ভিত্তি। ওপার বাংলার বঞ্চিত, বক্র মন্তব্যের শিকার হওয়া, অপমানিত সেই সকল রিফিউজিরা একসময় এই লাল হলুদ ক্লাবকে আঁকড়ে ধরেই লড়াই করতে শিখেছিলেন। সেই সংগ্রাম আজ এক বিশাল আবেগে রূপান্তরিত।
এই সময়ের মানুষরা তো বটেই, নতুন প্রজন্মও এই আবেগ নিয়েই বাঁচে। আজ সেই সকল মানুষদের প্রাণাধিক ক্লাবের ১০৪ তম জন্মদিন। সেই উপলক্ষে সকল বেঙ্গল ভক্তদের বাংলা হান্টে তরফ থেকে জানানো হলো শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।
ইস্টবেঙ্গল যে একটা সংগ্রামের নাম সেটা প্রতিপক্ষের অনেক সমর্থকরা ও বিশ্বাস করেন। সেই জন্যই একটা বড় ব্যবধানে জয় ক্লাবের সমর্থকদের যতটা আনন্দ দেয়, তার চেয়ে অনেক বেশি আনন্দ দেয় পিছিয়ে পড়েও ফিরে এসে ম্যাচ ছিনিয়ে নেওয়া। কারণ সমর্থকরা দাবি করেন ইস্টবেঙ্গল ক্লাবের ভিত্তিটাই সেই লড়াই, যা পিছিয়ে পড়ে ও ফিরে আসতে বাধ্য করে বারংবার।