বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে চোট এবং আঘাতের কারনে বিধ্বস্ত ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। একাধিক তারকা ক্রিকেটার যারা ওডিআই ফরম্যাটে এক একজন ম্যাচ উইনার, বিভিন্ন সমস্যার কারণে মাঠের বাইরে রয়েছেন। তারা যদি বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে সুস্থ হয়েও ওঠেন, তাহলেও বিনা বা কম প্রস্তুতিতে তাদের আসন্ন বিশ্বকাপ যা ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে সেখানে নামানো উচিত কিনা সেই নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে বিসিসিআইয়ের (BCCI) সামনে।
তাই এবার আশঙ্কা করা হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তিনজন নতুন তারকাকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তোলার চেষ্টা করতে পারে। ইতিমধ্যেই তারা নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছেন বিভিন্নভাবে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে তাদের শুধুমাত্র ভারতীয় দলে নিয়মিত খেলে একটু অভ্যস্ত করে নেওয়া প্রয়োজন। একে একে দেখে নেওয়া যাক এই তিন তারকাকে।
১. যশস্বী জয়সওয়াল: টেস্ট ফরম্যাটে তার অভিষেক ঘটে গেছে এবং সেখানে নিজের প্রতিভার পরিচয় কিছুটা দিয়ে দিয়েছেন তিনি। আশা করা যায় খুব শীঘ্রই সীমিত অফারের ক্রিকেটেও তার জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে যাবে। সেখানেও নিজের ছন্দ বজায় রাখতে পারলে শেষ মুহূর্তে এশিয়ান গেমসের স্কোয়াড থেকে তাকে সরিয়ে দিয়ে বিশ্বকাপের স্কোয়াডে তাকে যুক্ত করতে পারে বিসিসিআই।
২. মুকেশ কুমার: বাংলা রঞ্জি দলের এই বোলারও অতি সম্প্রতি ভারতীয় দলের হয়ে ওডিআই এবং টেস্ট দুই ফরম্যাটেই অভিষেক ঘটিয়েছেন। সেখানে তার বোলিং দেখে বোঝা গিয়েছে যে তার মধ্যে ক্ষমতা রয়েছে তফাৎ গড়ার। শেষ পর্যন্ত যদি সত্যিই বুমরা নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত প্রমাণ না করতে পারেন তাহলে শামি ও সিরাজের পেছনে একটি ব্যাক আপ অপশন হিসেবে তাকে ভাবতে পারে বিসিসিআই।
৩. ঈশান কিষাণ: মাঝে শুভমান গিলের উত্থানটা এত মারাত্মক গতিতে হয়েছিল যে অনেকে তার কথা ভুলেই গিয়েছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে শুভমান যেখানে সম্পূর্ণ ব্যর্থ সেখানে ঈশান অত্যন্ত সপ্রতিভ। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য যা করা দরকার ঠিক তেমনটাই করছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। শেষ মুহূর্তে রোহিত শর্মা যদি মন বদলে গিলের বদলে ঈশানকেই নিজের ওপেনিং এর সঙ্গী করে নামেন বিশ্বকাপে তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।