বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগতে এমন অনেক তারকাই রয়েছেন যারা নিজেদের আসল নামের বদলে ডাক নামে বেশি জনপ্রিয়। ব্যক্তিগত পরিসরের ডাক নাম পেশাগত জীবনেও জনপ্রিয় এমন উদাহরণ বড় কম নেই। রুমকি ঝুমকি (Rumki Jhumki) এই নাম দুটোও বাংলা বিনোদন জগতে বেশ জনপ্রিয়। এদের মধ্যে রুমকি আজ বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী।
রুমকি ঝুমকি দুই বোনের জুটি বাংলা সিনে জগতে প্রায় সকলেই চেনেন। এই নামেই একসঙ্গে বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন দুই বোন। সেখান থেকেই একত্রে জনপ্রিয়তার চূড়ায় ওঠেন দুজনে। এই দুই বোনের মধ্যে রুমকি পরবর্তীকালে হয়ে ওঠেন তাবড় অভিনেত্রী। অভিনয়ের জোরে জিতে নেন জাতীয় পুরস্কার।
তিনি দেবশ্রী রায়। দেবশ্রী এবং তনুশ্রী দুই বোনের জুটি রুমকি ঝুমকি নামে ব্যাপক জনপ্রিয় ছিল। নৃত্য পটিয়সী দুই বোন একসঙ্গে অনেক অনুষ্ঠানেই অংশ নিয়েছিলেন। নাচের মঞ্চ থেকেই প্রথম লাইমলাইট পাওয়া দেবশ্রীর। নাচ বা গান নিয়েই এগোনোর কথা ছিল তাঁর। অভিনয়ে আসার কোনো কথাই নাকি ছিল না বলে জানিয়েছিলেন দেবশ্রী।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর স্বপ্ন ছিল নৃত্যশিল্পী এবং গায়িকা হওয়ার। কারণ ছোট থেকেই তাঁরা দুই বোন নাচ গানের মধ্যেই ছিলেন। দেবশ্রী জানান, তাঁদের ছোটবেলায় প্রতিটি বড় জলসা, অনুষ্ঠানেই দুই বোন রুমকি ঝুমকির ডাক পড়ত। এমনকি নামী শিল্পীদের সঙ্গেও তাঁরা এক মঞ্চে পারফর্ম করেছেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তাঁদের নাচের দর্শক থেকেছেন উত্তম কুমার, সুচিত্রা সেন থেকে অমলা শঙ্করের মতো কিংবদন্তিরা।
উল্লেখ্য, দেবশ্রীর কিন্তু রুমকি ছাড়াও আরো একটি ডাক নাম ছিল, চুমকি। বরং বলা ভাল, বাড়িতে চুমকি নামেই তাঁকে ডাকতেন সবাই। রুমকি ছিল তাঁর মঞ্চের নাম। এমনকি কেরিয়ারের শুরুর দিকে কিছু ছবিতে তিনি চুমকি রায় নামেই অভিনয় করেছিলেন। দেবশ্রী অভিনয়ের দিকে আসলেও ঝুমকি ওরফে তনুশ্রী রায় গানটাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন।