বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ট্রেন পরিষেবা বিপর্যস্ত। বুধবার সকালে শিয়ালদা (Sealdah) শাখায় যাত্রী দুর্ভোগ। সারারাত ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সেই বৃষ্টিপাতের ফলে রেল লাইনে নেমেছে ধস। বসে গিয়েছে রেললাইনের পাশের মাটি। এর ফলে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে শিয়ালদা মেন লাইনে।
হয়রানির শিকার হয়েছেন শিয়ালদা-নৈহাটি লাইনের যাত্রীরা। সকাল থেকে এখনো পর্যন্ত বাতিল (Train Cancellation) হয়েছে পাঁচটি ট্রেন। ট্রেন চলাচলে বিঘ্ন হওয়ায় সব থেকে সমস্যা পড়েছেন অফিস যাত্রীরা। স্টেশনে স্টেশনে দেখা যাচ্ছে যাত্রীদের ভিড়। বৃষ্টিপাতের ফলে বহু রাস্তায় জমে আছে জল। ফলে সড়কপথেও অনেকে যেতে পারছেন না।
শুধু মেট্রোর যাত্রীরা সঠিক সময় চলাচল করতে পারছেন। রাতের পর সকালের দিকেও বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা। রেল সূত্রের খবর, রেললাইনে ধস দেখা গিয়েছে শিয়ালদা এবং বিধাননগর স্টেশনের মধ্যে আপ লাইনের ধারে মাটিতে।
ট্রেন না পেয়ে ব্যাপকভাবে হয়রানি শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী। মাটি ধ্বসে যাওয়ার ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে। যদি সারারাত ব্যাপক বৃষ্টিপাত হয় তবেই এই ধরনের ঘটনার লক্ষ্য করা যায়। রাতভর বৃষ্টিপাতের ফলে শহর থেকে জেলার বিস্তীর্ণ অংশ জলমগ্ন। এমনকি জল জমেছে রেললাইনেও।
অন্যান্য দিনের মতো ট্রেন চলাচল শুরু হলেও মাটি ধ্বসে যাওয়ার কারণে শিয়ালদা–নৈহাটি অর্থাৎ মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় লাইন মেরামতির কাজ। ট্রেন পরিষেবা কখন স্বাভাবিক হবে সেই বিষয়ে কিছু জানানো হচ্ছে না রেলের পক্ষ থেকে। শুধু ট্রেন বাতিলের ঘোষণা করা হচ্ছে। অফিস টাইমে স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।