কোটি টাকার বিলাসবহুল গাড়িতে বসে ‘ইস্টাইল’! দেশের হয়ে পদক এনেও ট্রোলের শিকার মাধবন-পুত্র

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এখন স্টারকিডসদেরই রাজত্ব। ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের সন্তানরা জনপ্রিয়তায় ছাপিয়ে যাচ্ছেন তাদের বাবা মাকেও। তবে স্টারকিড হয়েও এদের থেকে অনেকটাই আলাদা আর মাধবন (R Madhavan) পুত্র বেদান্ত মাধবন (Vedaant Madhavan)। অন্যদের মতো সিনেমা বা অভিনয়ের জন্য ট্রোল হয়ে নয়, দেশের জন্য পদক জিতে চর্চায় থাকেন তিনি। তবে এবারে ট্রোলের মুখে পড়তে হল বেদান্তকেও।

মাত্র ১৬ বছর বয়সেই বেদান্ত পরিচিত হয়ে উঠেছেন গোটা দেশে। না, বাবা মাধবনের খ্যাতির জোরে নয়। নিজের প্রতিভা দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন তিনি। বেদান্ত একজন জাতীয় স্তরের সাঁতারু। একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে পদক জিতেছেন তিনি।

Vedaant trolled for driving an expensive car

বাবা ভারতীয় চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা হলেও গ্ল্যামার জগতের ধারেকাছে আসেননি বেদান্ত। তবে তাঁর প্রতিভা তাঁকে গোটা দেশের কাছে তরুণ প্রজন্মের আইকন হিসেবে প্রতিষ্ঠা করেছে। অন্যান্য তারকা সন্তানদের কাছেও আদর্শ হিসেবে দেখানো হয় বেদান্তকে। কিন্তু শেষমেষ তাঁকেও ট্রোলের মুখেই পড়তে হল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক বহুমূল্য গাড়ি নিয়ে ড্রাইভিং লিখছেন বেদান্ত। বিলাসবহুল গাড়ির ভেতরে বসে নিজের পরিচয় দিয়ে তিনি বলেন, নিজের ড্রাইভিং লাইসেন্স তাড়াতাড়ি পেতে চান তিনি। এই ভিডিওটি নিয়েই শুরু হয়েছে জলঘোলা।

মাধবন পুত্রকে বহুমূল্য গাড়িতে ড্রাইভিং টেস্ট দিতে দেখেই ট্রোলের লোভ সামলাতে পারেনি নেট নাগরিকদের একাংশ। কয়েকজন আবার লিখেছেন, তারা তো অলটো ব মারুতি ৮০০ এ বসে ড্রাইভিং টেস্ট দিয়েছেন। এত কোটি টাকার গাড়িতে বসেও পরীক্ষা দেওয়া যায় এটাই কল্পনার বাইরে। আবার একজন বুঝিয়ে বলেছেন, দুবাইতে এগুলো খুবই সাধারণ ব্যাপার। যার যত টাকা সে তত বিলাসবহুল গাড়ি পেতে পারে।

Niranjana Nag

সম্পর্কিত খবর