দীর্ঘ পরিশ্রমে ক্লান্ত! এবার অবসরের সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেতা মনোজ তিওয়ারি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অনেকের মতেই রাজনীতি হলো এমন একটি বিষয়, যার সঙ্গে জড়িত থাকতে গেলে নিজেকে অন্য পেশার সঙ্গে যুক্ত রাখা যায় না। সেক্ষেত্রে অনেকাংশেই সেই ব্যক্তি সফল রাজনীতিবিদ হতে পারেন না। কিন্তু সেই ধারণাটা কিছুটা ভুল প্রমাণিত করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি রঞ্জি ট্রফি মরসুমেও বাংলা ক্রিকেট দলকে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন গত মরশুমে।

কিন্তু এবার সেই ক্রিকেট থেকেই অবসর নিলেন মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানালেন তিনি। অর্থাৎ আগামী মরশুম থেকে বাংলার হয়েও তাকে আর খেলতে দেখা যাবে না। অর্থাৎ বাংলার জার্সিতে রঞ্জি ফাইনালটি ছিল তার ক্রীড়া জীবনের শেষ ম্যাচ।

অনেকের মতেই ক্রিকেট জীবনে নিজের প্রতিভার যোগ্য সম্মান পাননি মনোজ। তিনি যে মাপের ক্রিকেটার ছিলেন, ততটা গুরুত্ব তাকে দেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট, এই ব্যাপারে অনেকেই নিশ্চিত। ভারতের হয়ে শতরান করার পরেও এবং বল হাতে এক ম্যাচে চার উইকেট নেওয়ার পরেও তিনি ধারাবাহিক হতে পারেন না ভারতীয় দলে।

তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রথম আইপিএল জয়ের নায়ক। ২০১২ সালে চাপের মুখে পরপর দুটি বাউন্ডারি মেরে কেকেআরকে নিজেদের প্রথম আইপিএল খেতাব এনে দিয়েছিল মনোজ। কিন্তু পরবর্তীতে আইপিএলে ও তার কপালে জুটেছে শুধুমাত্র বঞ্চনা। তাই রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে ভালো খেলার পরেও তাকে আইপিএলের নিলামে ব্রাত্য থাকতে হয়েছে একসময়।

উত্থান পতনে ঘেরা নিজের ক্রিকেট জীবনের অধ্যায়ের শেষে আবেগি মনোজ বার্তা দিতে গিয়ে বলেছেন যে ক্রিকেট তার জীবনে পরিবর্তন করে দিয়েছিল। নিজের ছোটবেলার কোচ, মা বাবা এবং স্ত্রী সুস্মিতাকে তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর