বাংলা হান্ট ডেস্ক : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election)! আর সেই নির্বাচনের আগে ইভিএম নিয়ে চাঞ্চল্যকর আশঙ্কার কথা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানে ইভিএম হ্যাক করার চেষ্টা করা হতে পারে বলে দাবি করলেন প্রশাসনিক প্রধান।
লোকসভা ভোটের আগে এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় বিজেপিকে জবাব দিয়েছে বিজেপি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নানা পরিকল্পনা করছে। এমনকি ইলেক্ট্রিক মেশিন (ইভিএম) হ্যাক করার নানা রকম পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি তাঁর।
এমনকি এই বিষয়ে কিছু প্রমাণ এসেছে। খবর এসেছে। আগামীদিনে ‘ইন্ডিয়া’র বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। আর এহেন মন্তব্যে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, মোদীজি ক্ষমতায় ফিরবে। আর তা মমতা বন্দ্যোপাধ্যায় এহেন প্রচার থেকেই বোঝা যাচ্ছে। আর তাই এভাবে এখন থেকে হ্যাক হ্যাক করে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন বলে দাবি বিজেপি নেতা।
শুধু তাই নয়, এদিন একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটে জিততে হিংসা ছড়ায় বিজেপি। মাঝে মাঝে আমাদের লজ্জা লাগে। এমনকি সংখ্যালঘু থেকে আদিবাসীদের উপর বিজেপি অত্যচার করছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের হিংসা ছাড়া কোনও গতি নেই বলেও এদিন মন্তব্য করেছেন তিনি।
বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনের আগেই মোদীকে ক্ষমতাচ্যুত করতে একজোট বেঁধেছে বিজেপি-বিরোধী দলগুলি। এমনকি নয়া মঞ্চ ইন্ডিয়া তৈরি হয়েছে। ইতিমধ্যে দুটি বৈঠক হয়ে গিয়েছে। গামী ৩১ অগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে তৃতীয় দফায় আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
যেখানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে একের পর এক বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। যদিও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে এমন অভিযোগ নতুন নয়, বিজেপির বিরুদ্ধে আগেও ইভিএম কারচুপির অভিযোগ এনেছে বিরোধীরা।