বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। মূলত, এবার পুজোর আগেই ফের রাজ্যে (West Bengal) শুরু হচ্ছে সরকারের জনপ্রিয় কর্মসূচি “দুয়ারে সরকার” (Duare Sarkar)। পাশাপাশি, এই সংক্রান্ত দিনক্ষণও সামনে এসেছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারির মাধ্যমে নবান্নের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
জানা গিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারের সরকারের কাজ। সূত্রের খবর অনুযায়ী, এই কর্মসূচিতে ১ সেপ্টেম্বর থেকে ১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। তারপরে ১৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা রাখা হচ্ছে পরিষেবা প্রদানের জন্য।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবারে মোট ৩৫ টি পরিষেবা প্রদান করা হবে বলেও জানা গিয়েছে। তবে, আগের বারে মোট ৩৩ টি পরিষেবা প্রদান করা হয়েছিল। অর্থাৎ, সূত্রের খবর অনুযায়ী এই তালিকায় থাকছে দু’টি নতুন প্রকল্প। মূলত, সপ্তম পর্যায়ের এই কর্মসূচিতে এবারই প্রথম দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পরিযায়ী শ্রমিকদের নামও নথিভুক্ত করা যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, করা যাবে বার্ধক্য ভাতার আবেদনও।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ১ মাস ব্যাপী চলা এই কর্মসূচীতে ছুটির দিনে কোনো আবেদন গ্রহণ করা হবে না। পাশাপাশি, কোনো রবিবারেও আবেদন পত্র গ্রহণ করা হবে না বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, ৫ মাসের ব্যবধানেই এবার পরবর্তী দুয়ারে সরকারের জন্য নির্দেশিকা জারি করল নবান্ন।
“দুয়ারে সরকার” কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারেন রাজ্যের মানুষ। প্রতিবারই এই কর্মসূচির ওপর ভর করে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে প্রকল্পগুলিতে। এমতাবস্থায়, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পের পাশাপাশি কৃষকবন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী ও ঐক্যশ্রীর মতো প্রকল্পগুলির ক্ষেত্রেও এখানে আবেদন করা যাবে।
মূলত, রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর “দুয়ারে সরকার” কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার ফলে সরকারি প্রকল্পের সুবিধাগুলি খুব সহজেই পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের কাছে। পাশাপাশি, চলতি বছরই রাজ্যে এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে চালু হয়েছিল হেল্পলাইন নম্বর। ১৮০০৩৪৫১৮৭-এই নম্বরে ফোন করে কর্মসূচি সম্পর্কিত যেকোনো সমস্যা বা অভিযোগের কথা জানাতে পারতেন সাধারণ মানুষ।