বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে যে হারে মূল্যবৃদ্ধি ঘটছে, তাতে শুধু চাকরি করে সংসার চালানো সম্ভব নয় অনেকের পক্ষে। তাই অনেকেই চাইছেন চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা (Business) শুরু করতে। এমনকি অনেকের রয়েছেন যারা স্বাধীনভাবে বাঁচার জন্য বেছে নিচ্ছেন ব্যবসা। কিন্তু অনেকেরই ধারণা ব্যবসা করার জন্য প্রয়োজন মোটা অংকের বিনিয়োগের।
কিন্তু এমন অনেক ব্যবসা রয়েছে যা স্বল্প পুঁজিতেও শুরু করা সম্ভব। আজ আমরা আপনাদের এমন একটি বিজনেস আইডিয়া দেব যা খুব স্বল্প পুঁজিতে আরম্ভ করা যায়। এই বিসনেস আইডিয়া সম্পর্কে জানতে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। যতদিন গেছে ততই বেড়েছে স্মার্টফোনের ব্যবহার। এখন প্রায় প্রত্যেকের হাতেই স্মার্ট ফোন লক্ষ্য করা যায়।
এমন অবস্থায় স্মার্টফোনের বিভিন্ন এক্সেসরিজের চাহিদা বাজারে তুমুল। স্মার্ট ফোন এক্সেসরিজের ব্যবসা সারা বছর চলে। এর কোনও নির্দিষ্ট ঋতু নেই। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা জানি স্মার্টফোনের জন্য একাধিক জিনিসের প্রয়োজন পড়ে। হেডফোন, চার্জার, ফোন কভার ইত্যাদি। এছাড়াও ব্লুটুথ স্পিকার, সাউন্ড বক্সেরও চাহিদা রয়েছে বাজারে।
মোবাইল ফোন সম্পর্কিত এই জিনিসগুলি বিক্রি করে আপনি প্রচুর মুনাফা লাভ করতে পারেন। আপনি বিভিন্ন ক্যাটাগরির পণ্য অল্প অল্প করে প্রথমে কিনুন। এরপর গ্রাহকের চাহিদা ও বাজার বুঝে মাল বা স্টক বাড়ানোর চেষ্টা করুন। এই ধরনের ব্যবসার জন্য বড় দোকান ঘর ভাড়া করার প্রয়োজন হবে না। রাস্তার ধারের গুমটিতেও শুরু করতে পারেন এই ব্যবসা।
আবার অনলাইন মাধ্যমে বাড়ি বসেও এই ব্যবসা করতে পারেন। পার্ট টাইম হিসেবেও করা যায় এই ব্যবসা। মাত্র ৫ থেকে ১০০০০ টাকা বিনিয়োগে শুরু করতে পারেন এই ছোট ব্যবসাটি। এর জন্য দরকার নেই বড় বিনিয়োগের। বাজারে এই জাতীয় পণ্যের চাহিদা রয়েছে প্রচুর। আপনারা অনায়াসে মাস গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মুনাফা লাভ করতে পারবেন এই ব্যবসা থেকে।