সেরা সময়ের রোহিতের মতো বিধ্বংসী ব্যাটার পেয়ে গেলো BCCI! সুযোগ না দিলে হাতছাড়া হবে বিশ্বকাপ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) রয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তবে প্রধান ভারতীয় ক্রিকেটের সাধারণত বিশ্রামে রয়েছেন কারণ এই মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ চলছে। বিসিসিআইয়ের (BCCI) এই মুহূর্তে যাবতীয় মাথাব্যথা ওডিআই ফরম্যাট নিয়ে। তাই বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামিদের মতো তারকা ক্রিকেটাররা শুধুমাত্র ওই ফরম্যাটেই খেলছেন এবং টি-টোয়েন্টি ফরম্যাটে তুলনামূলক তরুণ ক্রিকেটার এবং যারা বেশি সুযোগ পান না তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে।

সকলেই জানেন যে যুবা বয়সে রোহিত শর্মা ঠিক কতটা বিধ্বংসী ক্রিকেটার ছিলেন। নিজের কেরিয়ারের শুরুর দিকে মিডল অর্ডারে এবং দ্বিতীয় ভাগের শুরুতে ওপেনিংয়ে, যে পিচে বাকি ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হতেন, সেই পিচে তিনি একবার সেট হয়ে গেলে তাকে আটকানো মুশকিল হয়ে ওঠে। এবার ঠিক এমন এক ক্রিকেটারের সন্ধান পেলো ভারত।

ভারতের হয়ে আজ নিজের প্রথম সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা তিলক ভার্মা। প্রথম ম্যাচে ভারত হারলেও তার ব্যাটিং ছিল উজ্জ্বল। ২২ বলে ৩৯ রানের একটি আগ্রাসী ইনিংস সেই ম্যাচে খেলেছিলেন তিনি, যেখানে শুভমান গিল, ঈশান কিষাণরা শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছেন।

tv tilak

আজও চিত্রটা পুরোপুরি একইরকম। গুয়ানা ন্যাশনাল স্টেডিয়ামের কঠিন পিচে বাকিরা যেখানে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে, সেখানে তিনি ঠান্ডা মাথায় ৪১ বলে ৫টি চার ও ১টি ছক্কা সহ ৫১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তার ব্যাটে ভর করে ১৫২ রানের স্কোর খাড়া করতে পেরেছে।

রোহিত শর্মার পর তিলক ভার্মা সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আজ ভারতের জার্সিতে টি-টোয়েন্টি অর্ধশতরান পেয়েছেন। তিনি যদি নিজের ছন্দ ধরে রাখতে পারেন তাহলে বিশ্বকাপের আগে যদি ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে চিন্তাভাবনা শুরু করলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর