তর্জন গর্জনের পর লেজ গোটাতে বাধ্য হল PCB! BCCI-এর কাছে পাঠানো হলো বার্তা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) পাকিস্তান ভারতের মাটিতে তাদের ক্রিকেট দলকে পাঠাবে কিনা সেই নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে। এক সময় ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে পা রাখবে না এই ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) যথেষ্ট ক্ষিপ্ত হয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে যদি পাকিস্তানের মাটিতে ভারত না আসে তাহলে তারাও ভারতের মাটিতে পা রাখবে না। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় তারা।

একগাদা শর্ত তারা আইসিসির সামনে রেখেছিল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য। কিন্তু তার মধ্যে বেশিরভাগ শর্তই নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শেষপর্যন্ত তাদের একটি শর্তই শুধু মানা হয়েছে এবং এই শর্ত অনুযায়ী পাকিস্তান ক্রিকেট দল মুম্বাইয়ের মাটিতে কোনও ম্যাচ খেলছে না।

pcb 1

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সেই দেশের সরকার অনেক ফাঁকা আওয়াজ দিয়েছে বিষয়টি নিয়ে। তারা জানিয়েছিল যে তাদের বিশেষ টিম এসে ভারতে সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিয়ে তারপর সিদ্ধান্ত জানাবে যে পাকিস্তান ক্রিকেট দলের ভারতের মাটিতে আসা উচিত নাকি আসা উচিত নয়। শেষপর্যন্ত তাদের ওই টিমের কাজ সম্পূর্ণ হয়েছে।

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট দলের আসায় কোন বাঁধা থাকছে না। পাকিস্তান দলের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলার জন্য ভারতের মাটিতে পা রাখবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ না খেলা হওয়ার বিষয়টি পাকিস্তানের বিশ্বকাপ সফরে প্রভাব ফেলছে না।

এরপর তাদের তরফ থেকে আরও দাবি করা হয়েছে যে এই উদ্যোগটি নিয়ে পাকিস্তান প্রমাণ করে দিয়েছে যে তারা সব সময় ক্রিকেট এবং রাজনীতিকে আলাদাভাবে দেখে যেটা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার দেখার ১৪ই অক্টোবর হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন দল নতুন ইতিহাস লেখার ধারে কাছেও যেতে পারে কিনা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর