বাংলা হান্ট ডেস্ক: নিম্নচাপের জের! গত কালের মতো আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা (Kolkata) দক্ষিণবঙ্গ (South Bengal) সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ভাগলপুর, মালদা, মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে রয়েছে। ফলে বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরী হওয়া প্রচুর পরিমানে জলীয়বাষ্পর কিছুটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও প্রবেশ করছে। যার জেরে এ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারের পাশাপাশি মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই চলবে ভারী বৃষ্টি। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস ২৪ পরগনা, বীরভূম,নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়া ও দুই মেদিনীপুরে।
হাওয়া অফিস জানিয়েছে আগামী ২-৩ দিন বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ৷ আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১০ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে দুই ২৪ পরগণাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম থাকবে।
বৃষ্টির দোসর হতে পারে ঝোড়ো হাওয়া! সমুদ্রের উপকূলবর্তী জেলা গুলিতে ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি যা ছিল তা অনেকটাই মেটার আশঙ্কা। আগামী ৩ দিন জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ থেকেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আপাতত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। আবহাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে (North Bengal) ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলা গুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদহ সহ দুই দিনাজপুরে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামী দুদিন উত্তরের সমস্ত জেলাতেই বর্ষণ হবে।