খরচ হবে খুবই সামান্য! এবার পুরী যেতে লাগবে শুধু ভাড়াটাই, বাকী সুযোগ সুবিধা দেবে IRCTC

বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যেতে আমরা কে না ভালোবাসি! তাই যারা ঘুরতে যেতে চান তাদের জন্য সুখবর। কম খরচায় ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) দেশ এবং বিদেশে ভ্রমণের জন্য বিভিন্ন ট্যুর প্যাকেজ চালু করেছে। এই ট্যুর প্যাকেজে পর্যটকরা ভুবনেশ্বর, চিল্কা, কোনারক এবং পুরীতে যেতে পারবেন।

IRCTC দিল্লির মানুষের কথা মাথায় রেখেই এই ট্যুর প্যাকেজটির সিদ্ধান্ত নিয়েছে । দিল্লি বিমানবন্দর থেকে ভুবনেশ্বরে যাবেন পর্যটকরা। ৩ রাত এবং ৪ দিনের এই ট্যুর প্যাকেজে পুরীর বিশ্ব বিখ্যাত ভগবান জগন্নাথের মন্দির এবং কোনার্কের বিশ্ব বিখ্যাত সূর্য মন্দির দেখতে পারেন।প্যাকেজের নাম রাখা হয়েছে ডিভাইন পুরী ট্যুর প্যাকেজ (NDA15)।

জানা গিয়েছে, গন্তব্যস্থলের তালিকায় রয়েছে ভুবনেশ্বর, চিল্কা, কোনার্ক এবং পুরী। সফরের সময়কাল চলতি বছরের ২ নভেম্বর, ২৩ নভেম্বর, ১৪ ডিসেম্বর। পাশাপাশি ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারী ও ১৫ মার্চ ।পর্যটকদের কমপক্ষে ৩১০০০ টাকা ভাড়া দিতে হবে। এই এয়ার ট্যুর প্যাকেজে একজনের জন্য মূল্য প্রায় ৪০,৯০০ টাকা।

IRCTC 1573614429

একই সময়ে, দুই ব্যক্তি যদি থাকেন তবে তা জনপ্রতি কমে হবে ৩২,৫০০ টাকা। তিনজন হলে জনপ্রতি প্রায় আরো কমে হবে ৩১,০০০ টাকা। এই ট্যুর প্যাকেজে পর্যটকদের জন্য থাকছে বিমানের টিকিট, দর্শনীয় স্থানে যাওয়ার জন্য এসি গাড়ি, তিন তারকা হোটেলে থাকা- খাবার ব্যবস্থা। তাহলে দেরি কিসের? এত বড় সুযোগ হাতছাড়া করলে কিন্তু হবে না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর