বাংলা হান্ট ডেস্ক: টানা ৩ দিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপ! প্রায় সমস্ত জায়গাতেই কম-বেশি ঝড়- বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে (South Bengal) ক্রমশই বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। বাদ যাবেনা উত্তরবঙ্গেও। আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে । বৃষ্টির দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। গত কালের মতো আজও বর্ষণে তোলপাড়। রাতের দিকেও দাপট দেখাতে পারে বর্ষণ।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ভাগলপুর, মালদা, মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে রয়েছে। ফলে বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরী হওয়া প্রচুর পরিমানে জলীয়বাষ্পর কিছুটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও প্রবেশ করছে। যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরেও।
আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, সমুদ্রের উপকূলবর্তী জেলা গুলিতে ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি যা ছিল তা অনেকটাই মেটার আশঙ্কা। আগামী ৩ দিন জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।
আজ থেকেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়াতেও তাপমাত্রার পারদ পড়বে অনেকটাই। তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস এই জেলায়।
আজ রাতে ও কাল বাঁকুড়া , পুরুলিয়া , পশ্চিম বর্ধমান , বীরভূম , নদীয়া , মুর্শিদাবাদ , হাওড়া , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাগুলিতে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে (North Bengal) ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলা গুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বেশি বৃষ্টি হতে পারে।