বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি বেহালা চৌরাস্তায় পথ দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার পিছনে দায়ী করেন পুলিশ-প্রশাসনকে। গত শুক্রবার বাবার সাথে বেহালা চৌরাস্তায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক পিষে দিয়ে চলে যায় বরিশা হাই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র সৌরনীল সরকারকে।
এই ঘটনার পর অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় বেহালায়। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়িতে। এই ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও এখনও থমথমে রয়েছে বরিশা হাইস্কুল চত্বর। এই আবহেই এবার পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।
প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) এবার নতুন সিদ্ধান্তের পথে হাঁটল। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে একটি কর্মসূচি গ্রহণ করেছে শিশুদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। নিরাপত্তা সংক্রান্ত বিষয় স্কুলগুলির জন্য “নিরাপত্তামূলক অ্যাডভাইজারী” জারি করেছে পর্ষদ।
পর্ষদ সভাপতি গৌতম পালের কথায়, “আমরা খুব শীঘ্রই বৈঠক করব স্কুল শিক্ষা দপ্তর ও বিভিন্ন জেলার ডিএসপি চেয়ারম্যানদের সাথে। তারপর স্কুলগুলিকে অ্যাডভাইজারী দেব। স্কুলের ভিতরে সুরক্ষা নিয়েও আমরা অ্যাডভাইজারি পাঠাচ্ছি। বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে শনিবার স্কুল ছুটির পর। সেই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে স্কুলগুলিকে।”
প্রসঙ্গত, অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের সামনে থাকত না পুলিশি নিরাপত্তা। নিয়ন্ত্রণ ছিল না যানবাহনের উপর। সেই কারণেই দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে এই ছাত্রকে। এই দুর্ঘটনার পর স্কুলগুলি নিজেদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করেছে। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসল।