বাংলা হান্ট ডেস্ক : বেশিরভাগ মানুষই তাদের অর্জিত অর্থ ভবিষ্যতের জন্য তুলে রাখতে ফিক্সড ডিপোজিটকে বেছে নেন। বাজারে আরও বিকল্প আছে যদিও, তবে কোনো ধরনের ঝুঁকি এড়াতে মানুষ FD কেই বেশি ভরসা করে থাকেন। তাছাড়া নিকট অতীতে প্রায় সমস্ত বেসরকারী এবং সরকারী ব্যাঙ্কগুলি তাদের ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার বাড়িয়েছে। আজ আমরা আপনাকে এমন এমন কিছু ব্যাঙ্ক এবং তাদের স্কিমের কথা বলব যেখানে আপনি ১ বছরের FD তে ৮.২% পর্যন্ত রিটার্ন পেতে পারেন।
Equitas Small Finance Bank : এই ব্যাঙ্কে সাধারণ নাগরিকদের জন্য ১ বছরের FD তে ৮.২% পর্যন্ত বাম্পার সুদ দিচ্ছে। তাই কোথাও লগ্নি করতে চাইলে এর চেয়ে ভালো অফার আর হবেনা।
Bandhan Bank : এই ব্যাঙ্কও তার নাগরিকদের ধামাকাদার অফার দিচ্ছে। ১ বছরের FD তে প্রায় ৭.২৫% পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। আর দেরি না করে আজই খোঁজ নিন নিকটস্থ ব্রাঞ্চে।
Indusind Bank : সাধারণ নাগরিকদের জন্য চমৎকার সুদের অফার এনেছে এই ব্যাঙ্কটিও। ১ বছরের FD এর উপর প্রায় ৭.৭৫% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। এখন আপনিও যদি ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিতে বিনিয়োগ করতে চান, তাহলে এই ব্যাঙ্ক আপনাদের জন্য আদর্শ হতে পারে।
Yes Bank : দেশের নাগরিকদের জন্য চমৎকার অফার এনেছে ইয়েস ব্যাঙ্ক। মাত্র ১ বছরের FD এর উপর ৭.৫০ শতাংশ সুদ অফার করছে এই ব্যাঙ্ক। তাই লগ্নি করতে গেলে অবিলম্বে ইয়েস ব্যাঙ্কের ওয়েবসাইটে খোঁজ নিন।
DCB Bank : মোটা টাকা রিটার্ন পেতে হলে তার একটা ভালো অপশন হল DCB Bank। সংস্থাটি তার গ্রাহকদের জন্য ১ বছরের FD তে ৭.২৫% রিটার্ন দেওয়ার অঙ্গীকার করছে।