বাংলা হান্ট ডেস্ক : যাত্রী সুবিধার্থে এবার এক বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। এবার কলকাতা মেট্রো (Kolkata Metro) আরও আধুনিক। বিদ্যুৎ বিভ্রাটের কারণে থামবে না মেট্রো। গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও সুড়ঙ্গের নীচে থমকে যাবে না মেট্রো। বরং ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে মেট্রো চলতে পারবে। এবার থেকে পাওয়ার কাটের পর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যাত্রীদের অপেক্ষা করতে হবেনা।
সম্প্রতি কলকাতা মেট্রোর একটি শাখা জানিয়েছে, কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ শাখায় অ্যালিমিনিয়ামের থার্ড লাইন বসানো হবে। অর্থাৎ এবার মেট্রোকে ব্যাটারিতে চালানোর পথে হাঁটতে চলেছে কর্তৃপক্ষ।নর্থ-সাউথ করিডরে বসানো হচ্ছে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ (BESS)। জরুরী অবস্থার এটাই টেনে নিয়ে যাবে মেট্রোকে।যা এইমুহুর্তে ভারতের কোনও মেট্রো করিডরে নেই।
গত রবিবার এক প্রেস রিলিজে কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা মেট্রো পরিবেশ বান্ধব উপায়ে নর্থ-সাউথ করিডোরের চারটি স্থানে এই বিশেষ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বসাতে চলেছে৷ এই বেস হল ইনভার্টার ও অ্যাডভান্স কেমিস্ট্রি সেল ব্যাটারির যোগবন্ধন৷ যদি কোনও কারণে বিদ্যুৎ চলে যায় বা গ্রিড ব্যবস্থা ভেঙে পড়ে, সেই সময় মেট্রো অপারেশন করার জন্য বিকল্প শক্তি হিসাবে এটা কাজ করবে৷ ইতিমধ্যেই প্রোজেক্টের টেন্ডার আহ্বান করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷
আরও পড়ুন : আম্বানিও ফেল! মেয়ের জন্মদিনে দেশবাসীকে বিশেষ উপহার দিয়ে মন জিতে নিলেন অটোচালক বাবা
সূত্রের খবর, নোয়াপাড়া, শ্যামবাজার, সেন্ট্রাল এবং যতীন দাস পার্ক সাবস্টেশনে ইনস্টল করা হবে সিস্টেমটি। মেট্রো রেল আধিকারিকরা জানাচ্ছেন, হঠাৎ যদি সুড়ঙ্গ বা দুই স্টেশনের মধ্যবর্তী জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখনই মাঠে নামবে এই নয়া ব্যবস্থা। প্রায় ১৫ থেকে ২০ কিমি গতিতে মেট্রো চালিয়ে নিকটবর্তী স্টেশনে নিয়ে আসা সম্ভব এই ব্যবস্থার মাধ্যমে।
আরও পড়ুন : ঝাঁ চকচকে স্টেশন হলে বাড়বে ভাড়া! ট্রেনের টিকিটের দাম নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন অশ্বিনী বৈষ্ণব
নয়া ব্যবস্থাপনা প্রসঙ্গে মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, ‘এটা আমরা ভাবনাচিন্তার মধ্যে রেখেছি। এখনও করে উঠতে পারিনি, প্রাথমিক স্তরে রয়েছে। যদি বড় ধরণের কোনও বিদ্যুৎ বিভ্রাট (পাওয়ার ফেলিওর) হয়, সেক্ষেত্রে এটা একটা বিকল্প ব্যবস্থা থাকল।’ পাশাপাশি এতে আর্থিক সাশ্রয়ের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এবং সবকিছু পরিকল্পনা মাফিক চললে আগামী এক বছরের মধ্যেই নয়া ব্যবস্থা চালু হয়ে যাবে বলে খবর।