আফগানিস্তানের হোটেলে ভয়াবহ এয়ারস্ট্রাইক! নিহত ৩, আহত বহু

বাংলা হান্ট ডেস্ক : সোমবার আফগানিস্তানের (Afghanistan) খোস্তের একটি স্থানীয় হোটেলে হামলা (Attack on Afghanistan Hotel) চালাল জঙ্গিরা। এই হামলায় ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। হোটেলটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। পাকিস্তানি (Pakistan) তালিবানের হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর সদস্যরা প্রায়ই এই হোটেলে আসত। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, ওই গোষ্ঠীর সদস্যরা মারা গিয়েছে। হামলার ঘটনা নিশ্চিত করেছে প্রশাসন। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে হামলার সময় হোটেলে বেশ কয়েকজন চিনা নাগরিক উপস্থিত ছিলেন। কিছু ভিডও ফুটেজও সামনে এসেছে। এতে হোটেলের একটি অংশে আগুন ধরে যেতে দেখা যায়।

হামলাটি এমন এক সময়ে ঘটে যখন চিনা রাষ্ট্রদূত শুক্রবার কাবুলে উপস্থিত রয়েছেন। শুধু তাই নয়, দূতাবাসের নিরাপত্তা নিয়ে তালিবান কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। দুই সপ্তাহ আগে একই এই এলাকার পাকিস্তান দূতাবাসে গুলি চালানো হয়। এতে একজন পাকিস্তানি কূটনীতিক আহতও হন।

afganistan 2

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই হোটেল থেকে কয়েক মিটার দূরে একটি গেস্ট হাউস রয়েছে। বেশিরভাগ চিনা নাগরিক এবং কূটনীতিকরা এখানে আসেন। তাই এই হোটেলের নামই হয়ে গেছে চাইনিজ হোটেল। এই ভবনে স্নুকার হল এবং সুইমিং পুলের মতো সুবিধা রয়েছে।

এক প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, হোটেলের ভেতরে মারাত্মক বিস্ফোরণ হয়। আগুন লেগে যায় গোটা হোটেলে। চিন ও আফগানিস্তানের মধ্যে ৭৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর এখানে চিনাদের আনাগোনা বেড়েছে। চিন এখানে আধিপত্য জমাবার চেষ্টা করছে। তার জেরেই এই হামলা বলে মনে করেছেন অনেকেই।

Sudipto

সম্পর্কিত খবর