বাংলা হান্ট ডেস্ক : কংগ্রেস (Congress) নেতা এবং রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala) এদিন যা মন্তব্য করলেন তা কার্যত নজিরবিহীন। এদিন ভারতীয় জনতা পার্টিকে (Bharatiya Janata Party) পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেন। শুধু তাই নয় পদ্ম শিবিরকে ‘রাক্ষস’ বলেও নিশানা করেছেন তিনি।
রবিবার হরিয়ানার কাইথালে কংগ্রেসের ‘জন আক্রোশ সমাবেশে’ ভাষণ দেওয়ার সময় রণদীপ সুরজেওয়ালা বিজেপিকে তোপ দেগে বলেন, ‘চাকরি দেবেন না, ঠিক আছে, অন্তত চাকরিতে বসার একটা সুযোগ দিন। বিজেপির লোকেরা এক একটা রাক্ষস। যারা বিজেপিকে ভোট দেয় এবং তাদের সমর্থন করে তারাও সবাই রাক্ষস। আজ আমি মহাভারতের এই ভূমি থেকে ওদের অভিশাপ দিচ্ছি আমি।’
এই মন্তব্যের একটি ভিডিও চূড়ান্ত ভাইরাল হয়। এর পরই, পাল্টা জবাব দেয় পদ্ম শিবিরও। ভারতীয় জনতার পার্টির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র টুইটারে কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে বলেন, ‘কংগ্রেস পার্টি নিজেদের রাজকুমারকে লঞ্চ করতেই ব্যর্থ তারাই এখন জনসাধারণকে গালি দিতে শুরু করেছে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার কথা শুনুন, যিনি প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করছেন অন্ধের মতো। তিনি বলেছেন – ‘দেশের মানুষ যারা বিজেপিকে ভোট দেয় এবং সমর্থন করে তারা নাকি ‘দানব’।
সম্বিত পাত্র টুইটে আরও লেখেন, ‘একদিকে ১৪০ কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী মোদীজি, যাঁর কাছে জনতা জনার্দনই শেষ কথা, অন্যদিকে কংগ্রেস, যাদের কাছে জনতা হল রাক্ষসের রূপ। তিনি আরও বলেন, ‘দেশের মানুষ এই পার্থক্যটা ভালো করেই বোঝে এবং দেশের মানুষ নিজেরাই তাদের বিদ্বেষের দোকান ঘরে তালা ঝুলিয়ে দিতে কাজ করবে।’
এদিকে, বিজেপির গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে সরাসরি আঘাত করে বলেন, ‘কংগ্রেস দল, যারা রাহুল গান্ধীর কেরিয়ার গড়তে ব্যর্থ, তারাই এখন জনগণের উপর তার ক্ষোভ প্রকাশ করছে। রণদীপ সুরজেওয়ালা বলেছেন দেশের মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা দানব। কংগ্রেসের বোঝা উচিত যে কোনও দলকে ভোট দেওয়া বা সমর্থন করা একজন নাগরিকের অধিকার। আপনি আপনার অশালীন ভাষা এবং অনৈতিক চিন্তাভাবনার জন্য দেশবিরোধী।’