বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার স্বনামধন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুতে (Jadavpur University Student Death) তোলপাড় গোটা দেশ। কেও যেন খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্যান্ডোরা বক্স! স্বপ্নদীপের পরিবারের অভিযোগের ভিত্তিতে সর্ব প্রথম গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরী নামের এক প্রাক্তনীকে। তদন্তের ভিত্তিতে গ্রেফতার হয়েছে দীপশেখর দত্ত (১৯), মনোতোষ ঘোষ (২০) নামের দুই পড়ুয়াকেও। চলছে টানা জিজ্ঞাসাবাদ।
অন্যদিকে রাজ্যের আর পাঁচটা ঘটনার মতো স্বপ্নদীপের মৃত্যু ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পড়ুয়া মৃত্যুর ঘটনায় ‘মার্কসবাদীদের’ দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর নয়, তার কথায় ‘আতঙ্কপুর’! গতকালই এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি সিপিএমকে কাঠগড়ায় তুলেছেন মমতা (CM Mamata Banerjee)। এদিকে স্বাধীনতা দিবসের দিন পাল্টা এই ইস্যুতে মমতাকেই নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
গতকাল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? মমতা বলেছিলেন, “সব কিছুতেই তৃণমূল খারাপ আর তৃণমূল খারাপ! বাকি সবাই ভাল!’ যাদবপুর কাণ্ডে ছাত্র-নির্যাতনকারীদের প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, “কারা এরা? মার্কসবাদী, কিছু আগমার্কা সিপিএম। এরা কখনও কংগ্রেসের সঙ্গে ঘর করেছে, কখনও বিজেপির সঙ্গে।”
এদিন পাল্টা কি বললেন দিলীপ? এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “যাদবপুরের মতো একটি বিশ্ববিদ্যালয়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিরোধী শক্তি তথা ‘টুকরে টুকরে গ্যাংয়ের’ হাতে তুলে দিয়েছেন।” দিলীপের কথায়, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা উৎপাত করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানটিকে তুলে দিয়েছেন।”
আরও পড়ুন: স্বাধীনতা দিবসেও ধুন্ধুমার! হাসপাতালে বহু, নন্দীগ্রামের ঘটনায় জ্ঞান হারানোর জোগাড়
প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, “উনি (মমতা) বলেছেন, ওখানে আমি যাব না। কেন যাবেন না? ওর দায়িত্ব নেই? উনি কি ওখানকার মুখ্যমন্ত্রী নন? যাদবপুর কি ওর রাজত্বের বাইরে? সেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে আটকানো হয়, রাজ্যপালকে আটকানো হয়, আর উনি দাঁড়িয়ে দেখেন।”
মমতাকে ফালাফালা আক্রমণে বিদ্ধ করে দিলীপের সাফ প্রশ্ন, “গন্ডগোল হলে তৃণমূলের লোকেরা মণিপুর চলে যাচ্ছে, উত্তরপ্রদেশে চলে যাচ্ছে, কেন মুখ্যমন্ত্রী যাদবপুরে টিম পাঠাচ্ছেন না?”
আরও পড়ুন: অশ্বিন নয়! মা দুর্গা এলো শ্রাবণেই…
বিজেপি নেতা আরও বলেন, “কিছু লোক যাদবপুরে গন্ডগোল করছে। কিন্তু হাজার হাজার বাবা-মা তাদের প্রতিভাশালী ছেলেমেয়ের ভাল চেয়ে সেখানে পড়াতে পাঠাচ্ছেন। তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেটা কী করে দুষ্কৃতীদের দখলে চলে গেল? কেন মুখ্যমন্ত্রী চুপ করে থাকবেন? ওর কি দায়িত্ব নেই?” তবে দিলীপ ঘোষ এও বলেন, “যাদবপুরের আমাদের গৌরবের জায়গা। সেই গৌরব ধরে রাখাও আমাদের কর্তব্য।”