বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যে বন্দে ভারতের (Vande Bharat Express) ছড়াছড়ি! এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে চলাচল শুরু করবে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস। শুধু তাই নয়, তার পাশাপাশি দু’টি নতুন বন্দে মেট্রো ট্রেনেরও সফর রাজ্যে শুরু হতে পারে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, পুজোর আগেই নতুন ২ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হতে পারে।
এদিকে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে, এই নতুন বন্দে ভারতগুলি কোন রুটে চলাচল করবে? সামনে এসেছে সেই উত্তরও। মূলত, এই ২ টি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে পরিষেবা দেবে। তথ্য অনুযায়ী রাজ্যের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে বিহারের পাটনার মধ্যে চলবে। ইতিমধ্যেই এই ট্রেনটির দু’টি ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি, অগাস্ট মাসের মধ্যেই এই ট্রেনের পরিষেবা শুরু হতে পারে।
উল্লেখ্য যে, পাটনা-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের এসি একজিকিউটিভ চেয়ার কারের ভাড়া সম্ভাব্য ২,৬৫০ টাকা হতে পারে। পাশাপাশি, এসি চেয়ার কারের ভাড়া হতে পারে ১,৪৫০ টাকা। যদিও, বাকি ট্রেনগুলির ভাড়া সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অপরদিকে, পুজোর আগেই শুরু হতে চলেছে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সফরও।
আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে ফোন পড়ে গেলে আর নেই টেনশন! এই কাজটি করলেই দ্রুত পেয়ে যাবেন খুঁজে
তবে, রাঁচি থেকে হাওড়া পর্যন্ত এই নির্দিষ্ট রুটের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। একাধিক বিকল্পকে কেন্দ্র করে এবং যাত্রীদের চাহিদার ভিত্তিতে রুট ঠিক করা হবে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই আমাদের রাজ্যের তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। যেগুলি হাওড়া-নিউ জলপাইগুড়ি ও হাওড়া-পুরী ও নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে পরিষেবা দিচ্ছে।
আরও পড়ুন: বন্দে ভারত, দুরন্ত না রাজধানী এক্সপ্রেস! এই ট্রেনটি চালিয়েই সবচেয়ে বেশি টাকা পায় রেল
এমতাবস্থায়, রাজ্যের ষষ্ঠ বন্দে ভারতের বিষয়ে জানা গিয়েছে যে, এই ট্রেনটি বেনারস থেকে আসানসোলের মধ্যে চলাচল করতে পারে। যদিও, বিশেষজ্ঞদের একাংশের মতে এই ট্রেনটি হাওড়া থেকে বেনারস যাবে। পাশাপাশি, যাত্রাপথে এটি আসানসোলকেও কভার করবে। অপরদিকে, ভারতীয় রেলের তরফে পশ্চিমবঙ্গে তিনটি বন্দে মেট্রো ট্রেনের পরিষেবা শুরু করা হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বন্দে মেট্রো হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ছোট সংস্করণ। বন্দে মেট্রোর মাধ্যমে স্বল্প দূরত্বের শহরগুলিকে সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা। এদিকে, কোন কোন রুটে এই ট্রেন চালু হতে পারে সেই বিষয়ে সম্ভাব্য রুটের বিষয়টিও সামনে এসেছে। জানা গিয়েছে, ভাগলপুর থেকে হাওড়া বন্দে মেট্রো ট্রেন এবং বিহারের মুঙ্গের জেলার জামালপুর থেকে মালদহের মধ্যে একটি বন্দে মেট্রো ট্রেন চলতে পারে। পাশাপাশি, এই ট্রেনগুলি সপ্তাহে ৬ দিন চলবে।