নিয়োগ মামলায় ‘বিরাট’ ধাক্কা! খারিজ হয়ে গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়, বিপাকে বহু শিক্ষক

বাংলা হান্ট ডেস্কঃ ফের খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) রায়। এবার থেকে উচ্চপ্রাথমিকের পার্শ্বশিক্ষকরা (Para teachers) প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় আর অংশ নিতে পারবেন না। ২০২২ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta HC Division Bench)।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয়কুমারের ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, ২০২২ সালের নিয়োগে উচ্চপ্রাথমিকের প্যারাটিচার বা পার্শ্বশিক্ষকরা আর প্রাইমারি প্যারাটিচার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

আদালতের পর্যবেক্ষণ, যেহেতু দুই পৃথক প্রক্রিয়া তাই পূর্ববর্তী সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করা হয়েছে। প্রসঙ্গত, পূর্বে এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, উচ্চপ্রাথমিকের পার্শ্বশিক্ষকদেরও পরীক্ষায় অংশ গ্রহণ করতে দিতে হবে। এদিন বিচারপতির এই রায় খারিজ করেছে আদালত।

আরও পড়ুন: হঠাৎ রাজনীতি ছেড়ে সন্ন্যাস নেওয়ার ঘোষণা শুভেন্দুর! লোকসভার আগেই কি এমন হল…

উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরাও যাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন, এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন উচ্চ প্রাথমিকের একদল পার্শ্ব শিক্ষক। সেই মর্মে গত বছর উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি প্রদান করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷

আরও পড়ুন: ‘যেভাবে হোক ধরার ব্যবস্থা করুন’, চরম হুঁশিয়ারি বিচারপতি সেনগুপ্তের! আদালতে হঠাৎ হল টা কি?

এই মামলায় নির্দেশ দিতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “প্রাথমিক শিক্ষক নিয়োগ আইনে এমন কোনও নির্দেশিকা নেই যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারির পার্শ্বশিক্ষককে নিয়োগ করা যায় না।”

calcutta hc

বিচারপতির এই রায়কে চ্যালেঞ্জ করে সম্প্রতি প্রাথমিকের পার্শ্বশিক্ষকরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন৷ বুধবার সেই মামলার শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিল আদালত। আজকের আদালতের এই রায়ের পর স্বাভাবিকভাবেই বিপাকে বহু নিয়োগপ্রার্থী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর