অসাধারণ টোটকা বলে দিলেন রবি শাস্ত্রী! বিশ্বকাপ জিতে BCCI-এর মুখে হাসি ফোটাবে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ (2023 ODI World Cup) শুরু হতে আর ৫০ দিনও বাকি নেই। কিন্তু ভারতীয় দলের (Indian Cricket Team) চিন্তা যেন কাটতেই চাইছে না। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন এই দল বেশ কিছু সমস্যায় ভুগছে। তার মধ্যে যে দুটি সমস্যার মধ্যে সম্পর্ক রয়েছে সেই সমস্যা দুটি হল চোট আঘাত এবং মিডল অর্ডারের স্থিরতার অভাবের। এবার একসাথে এই দুই সমস্যা সমাধানের উপায় খুঁজে বার করলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

আগে কি হয়েছিল?
ভারতীয় দল যখন ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ যেতে তখন মিডল অর্ডারে ছিলেন যুবরাজ সিং, সুরেশ রায়নার মতো ব্যাটাররা। গৌতম গম্ভীর ওপেনিংয়ের বদলে দেরিতেই ব্যাট করতে নেমেছিলেন। রবি শাস্ত্রী তো বটেই, আরো অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করেন যে তখনকার ভারতের মিডল অর্ডারে উপস্থিত এতগুলি বাঁ-হাতি ব‍্যাটার ছিল তাদের সাফল্যের মূল কারণ।

ravi shastri

শাস্ত্রীর টোটকা:
রবি শাস্ত্রী বলেছেন, “টপ অর্ডারের চিন্তা যদি আমরা ছেড়েও দিই, তাহলেও আমি মনে করি যে মাঝের দিকে ব্যাটিং করার জন্য অন্তত দুজন বাঁ-হাতি ব্যাটারের প্রয়োজন। আমি নির্বাচকদের পরামর্শ দেবো ফর্মে থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য। যদি আপনার মনে হয় তিলক ভার্মা ছন্দে রয়েছেন, তাহলে তাকে সুযোগ দেওয়ার ব্যাপারে ২ বার ভাববেন না।”

আরও পড়ুন: ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে অবসর ভেঙে ফিরলেন ২ ক্রিকেটার! ভয়ে কাঁপবে রোহিত শর্মার দল

আর কে?
প্রাক্তন ভারতীয় কোচ আরও বলেছেন যদি যশস্বী জয়সওয়ালকে দেখে মনে হয় তিনি ভালো ছন্দে রয়েছেন তাহলে তাকে দলে জায়গা দেওয়ার ব্যাপারে বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন ঈশান কিষাণের নামও। ওডিআই ফরম্যাটে তিনি একটি দ্বিশতরানও করেছেন। সাম্প্রতিক অতীতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন। শাস্ত্রী মনে করেন না তার সুযোগ পাওয়া নিয়ে আর দ্বিতীয়বার চিন্তা করার কোনও জায়গা রয়েছে।

আরও পড়ুন: তাও বিশ্বকাপ জিতবো! BCCI-এর কাছে নিজের নতুন পরিকল্পনা ফাঁস করলেন দ্রাবিড়

বাঁ-হাতি ভর্তি একাদশ:
এই প্রতিবেদনে যাদের নাম উল্লেখ করা হলো, তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হচ্ছে যে প্রত্যেকেই বিশ্বকাপের একাদশ জায়গা পাবেন। সেক্ষেত্রে ভারতের একাদশে আরো একজন বাঁ-হাতি ব্যাটার রয়েছেন, যার নাম রবীন্দ্র জাদেজা। যদি ভারত পরীক্ষা নিরীক্ষার পথে হেঁটে সত্যিই এমন একাদশ তৈরি করে তাহলে বিপক্ষ বোলারদের কাছে সেটা একটা বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর