এবার ATM কার্ড ছাড়াই তুলতে পারবেন টাকা, এই তিন ব্যাঙ্ক বদলাল নিয়ম! রইল সরল পদ্ধতি

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ছিল যখন টাকা তোলার জন্য আমাদের ব্যাংকে লম্বা লাইন দিতে হত। কিন্তু সময়ের সাথে বদল এসেছে প্রযুক্তিতে। বর্তমানে এটিএম মেশিনের সাহায্যে আমরা যেকোনও প্রান্ত থেকে যেকোনও সময় টাকা তুলতে পারি। তবে এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্য প্রয়োজন হয় এটিএম বা ডেবিট কার্ডের।

যদি এটিএম কার্ড বা ডেবিট কার্ড আপনার সাথে না থাকে তাহলে আপনি টাকা তুলতে পারবেন না। এই কনসেপ্টা কিছুদিন আগে পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু বর্তমানে এই কনসেপ্টটি সম্পূর্ণভাবে খাটে না। সময়ের সাথে বদল এসেছে প্রযুক্তিতে। বর্তমানে দেশে এমন কিছু ব্যাংক রয়েছে যারা এটিএম কার্ড ছাড়াও আপনাকে মেশিন থেকে টাকা তুলতে অ্যালাও করে। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকের মতো বেশ কিছু ব্যাংক রয়েছে যারা এই পরিষেবা দিয়ে থাকে। কিন্তু কীভাবে আপনারা কার্ড ছাড়া এটিএম (Automated Teller Machine) থেকে টাকা তুলবেন? এই পরিষেবার সুবিধা নেওয়ার জন্য আপনাকে সংশ্লিষ্ট ব্যাংকের অ্যাপ মোবাইল ফোনে রাখতে হবে।

সেই অ্যাপের মাধ্যমে আপনারা সংশ্লিষ্ট ব্যাংকের এটিএম মেশিন থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন। যেমন আসা যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কথায়। কার্ড ছাড়া এটিএম মেশিন থেকে স্টেট ব্যাংক গ্রাহকরা টাকা তুলতে পারবেন yono অ্যাপের সাহায্যে। yono অ্যাপের মধ্যে yono cash অপশনে ক্লিক করতে হবে প্রথমে।

আরোও পড়ুন : ফিক্সড ডিপোজিটে সবথেকে বেশি সুদ! SBI-র এই অফার সম্পর্কে জানলে মাথা ঘুরে যাবে

এরপর আপনাকে সেখানে অ্যাকাউন্ট নম্বর ও কত টাকা তুলতে চান সেটি উল্লেখ করতে হবে। এরপর আপনি আপনার মোবাইল নম্বরে একটি এসএমএস পাবেন যাতে উল্লেখ থাকবে YONO ক্যাশ লেনদেন নম্বর এবং ‘YONO ক্যাশ পিন’ । এরপর sbi এর এটিএম এ গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে ‘YONO CASH’ অপশন।

atm Copy

এরপর সেখানে অ্যাকাউন্ট নম্বর ও যাচাই পিন দেওয়ার পর আপনি আপনার টাকা তুলতে পারবেন কার্ড ছাড়াই। প্রায় একই পদ্ধতিতে অন্যান্য ব্যাংকের এটিএম থেকে কার্ড ছাড়া টাকা তোলা সম্ভব। বিস্তারিত তথ্যের জন্য আপনারা ইউটিউবে এই সংক্রান্ত ভিডিও দেখতে পারেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর