সহপাঠী হলেও পাত্তা পাবে না অনুষ্কা! ধোনির স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার কাছে হার মানবে কোহলির সহধর্মিণীও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তারকা ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী হওয়ার কারণে তাদের সঙ্গিনীর বারংবার প্রচারে চলেই। আর তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রচারে জেনে থাকেন তিনি হলেন সাক্ষী (Sakshi Dhoni), অর্থাৎ ভারতের সবচেয়ে সফল অধিনায়ক, ক্যাপ্টেন কুল, মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) স্ত্রী। ধোনির খেলা থাকলেই স্টেডিয়ামে তাকে উপস্থিত থেকে নিজের স্বামীর মনোবল বাড়াতে দেখা যায়।

একজন যোগ্য স্ত্রী হিসেবে তিনি যেমন স্বামীর পাশে থেকেছেন খারাপও ভালো সময় ঠিক তেমনভাবেই নিজেকেও বিয়ের আগে লেখাপড়া শিখে যোগ্য বানিয়েছিলেন সাক্ষী। তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ধারণা পেলে আপনি কিছুটা আশ্চর্য হবেন। একটা ব্যাপার অনেকের কাছেই পরিষ্কার সেটা হল যে ধোনির চেয়ে ধোনি স্ত্রী অনেক বেশি শিক্ষিত। কিন্তু এই প্রতিবেদনে আমরা তুলে ধরব টেনে ঠিক কতটা শিক্ষিত।

তিনি অসমের লেখাপানিতে অবস্থিত স্কুল থেকে নিজের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেছিলেন। তখন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও তার সহপাঠী ছিলেন। কিন্তু তিনি পরবর্তীতে পড়াশোনা নিয়ে এখন নিয়ে বরং অভিনয় নিজের কেরিয়ার গড়ে তুলেছেন। কিন্তু সাক্ষী এরপর দেরাদুন এবং রাঁচিতে থেকে নিজের উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন। যারা ভাবছেন এখানেই তার শিক্ষাগত যোগ্যতার সমাপ্তি তারা ভুল ভাবছেন। এরপরেও সাক্ষী করেছেন ‘ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ইন ঔরঙ্গাবাদ’ থেকেও পড়াশোনা করেছেন এবং সেখানেই ধোনির সঙ্গে তার আলাপ।

old anushka dhoni

আরও পড়ুন: ৩ বছর আগে আজকের দিনেই দেশের জার্সিকে বিদায় দিয়েছিলেন! ভারতীয় দলে ধোনির অভাব কি মিটেছে?

তবে ঔরঙ্গাবাদেই যে ধোনির সঙ্গে সাক্ষ্যের সাক্ষাৎ হয়েছিল এমন নয়। নিজের ট্রেনিং পিরিয়ডে কলকাতায় ইন্টার্নশিপ করছিলেন সাক্ষী। এই রাজ্যে, অর্থাৎ কলকাতাতেই ক্যাপ্টেন কুলের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল দুজনের। যারা মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক দেখেছেন, তারা এই বিশেষ মুহূর্তটি সম্পর্কে অবগত।

আরও পড়ুন: এশিয়া কাপ, বিশ্বকাপের আগে ১৮,০০০ টাকায় চুল কাটালেন এই ক্রিকেটার! ধোনিকে নকলের চেষ্টা?

সাক্ষী কলকাতার তাজবেঙ্গল হোটেলে ইন্টার্নশিপ করতেন। সেখানে ঘটনাচক্র তখনকার ভারতীয় অধিনায়কের সঙ্গে দেখা হয় তার। দুজনের স্বভাব যথেষ্ট আলাদা। ধোনি অনেকটা অন্তরমুখী হলেও সাক্ষী হলেন এক্সট্রোভার্ট। তবে একে অপরকে অত্যন্ত সামলে রাখেন এই দম্পত্তি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর