আর সহজে মিলবে না মোবাইল সিম! কড়া নিয়ম আনছে সরকার, না মানলেই ১০ লক্ষ টাকা জরিমানা

বাংলা হান্ট ডেস্ক : ইচ্ছে হলেই দোকানে গিয়ে একটি করে নতুন SIM Card তুলবেন, আর তা ব্যবহার করতে থাকবেন, তা আর হবেনা। কারণ সিম কার্ড ইস্যুতে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। সম্প্রতি টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার এক বিবৃতিতে জানিয়েছেন, এবার থেকে সিম বিক্রির জন্য সিম ডিলারদের পুলিশ ভেরিফিকেশন করা বাধ্যতামূলক।

সম্প্রতি যেভাবে টেকনোলজি এগিয়েছে ঠিক সেই ভাবেই বেড়েছে সাইবার ক্রাইমও। জালিয়াতরাও তাদের নিত্য নতুন কৌশল ফেদে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের তথ্য এবং টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। তাই এবার সাইবার ক্রাইম কে দমন করতে সরকারের নতুন পরিকল্পনা। এই পদক্ষেপে ভুয়া সিম কার্ড বিক্রি এবং একই নামে বা আইডিতে একাধিক সিম কার্ড বিক্রি বন্ধ হবে এবং স্প্যামিংও কমবে।

সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ৫২ লক্ষ মোবাইল কানেকশন বন্ধ করা হয়েছে এবং প্রায় ৬৭ হাজার ডিলারকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে বলে। ২০১৩ সালের মে মাস থেকে প্রায় ৩০০ টির মত এফআইআর নথিভুক্ত করা হয়েছে সিম ডিলারদের বিরুদ্ধে। পাশাপাশি জাল সিম কার্ড র‌্যাকেটে জড়িত প্রায় ৬৬ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকেউ ব্লক করা হয়েছে বলে। এমনকি একই আধার কার্ডে ৬৫৮টি সিম কার্ড চলছে এমন খবরও সামনে আসছে।

আরও পড়ুন : জাল সইয়ে ভরা হলুদ ডাইরি! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই নতুন মোড় যাদবপুর কাণ্ডে

আর এইসব বেআইনী কর্যকলাপ আটকানোর জন্যই এই নতুন নির্দেশিকা জারি করেছে সরকার। সরকারের এই নতুন নির্দেশিকা অনুযায়ী, পুলিশ ভেরিফিকেশন ছাড়া সিম কার্ড বিক্রি করলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা। টেলিকম মন্ত্রীর মতে, দেশে প্রায় ১০ লক্ষ সিম কার্ড ডিলার রয়েছে যাদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে। এছাড়া ব্যবসার (দোকান) কেওয়াইসিও করতে হবে।

আরও পড়ুন : ‘র‍্যাগিং থেকে মদ-গাঁজা সবই চলত, বাধা দিলে করত গালিগালাজ’, বিষ্ফোরক যাদবপুর হস্টেলের সুপার

সম্প্রতি তামিলনাড়ুর সাইবার ক্রাইম উইং এই সপ্তাহে এক ব্যক্তির কাছ থেকে একই আধার নম্বরে প্রায় ১৫০টি সিম কার্ড উদ্ধার করেছে। গত চার মাসে, তামিলনাড়ুর সাইবার ক্রাইম শাখা প্রতারণামূলক কার্যকলাপের সন্দেহে গোটা রাজ্য জুড়ে ২৫,১৩৫ টি সিম কার্ড ব্লক করেছে।

আরও পড়ুন : একধাক্কায় দাম কমল জ্বালানির! দেখে নিন বাংলায় আজ কততে বিকোচ্ছে পেট্রল-ডিজেল?

simcards

এদিকে বিজয়ওয়াড়ায় পলুকোন্ডা নবীনের নামে ৬৫৮টি সিম কার্ড তোলা হয়েছে বলে খবর। সূত্রের খবর, পলুকোন্ডা নবীনের একটি মোবাইল দোকান রয়েছেন এবং তিনি সিম ডিস্ট্রিবিউটারেরও কাজ করেন বলে খবর। খবরটি সামনে আসার পরপরই পুলিশ সংশ্লিষ্ট টেলিকম কোম্পানিকে সব সিম ব্লক করার নির্দেশ দিয়েছে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর