বাংলা হান্ট ডেস্ক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala) নিয়ে নস্টালজিয়ার শেষ নেই। গল্পের পাতা থেকে এই গল্প পৌঁছে গেছে সেলুলয়েডের পর্দায়। আজ থেকে কয়েক দশক আগে ১৯৫৭ সালে এই গল্প নিয়ে কাজ করেছিলেন তপন সিনহা। এই ছবিতে কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। এবার সেই জুতোয় পা গলাচ্ছেন টলিউডের (Tollywood) কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সুমন ঘোষ পরিচালিত আসন্ন ছবি ‘কাবুলিওয়ালা’র ঝলক। সেখানে মূখ্য চরিত্র ‘কাবুলিওয়ালা’র ভূমিকায় অভিনয় করতে চলেছেন মিঠুন চক্রবর্তীকে। তবে, কাবুলিওয়ালার চরিত্রআভিনেতা স্থির হলেও মিনির চরিত্রে দর্শক কাকে দেখতে পাবে এই প্রশ্ন এতদিন ঘুরপাক খাচ্ছিল সকলের মনেই। আর এবার সেই তথ্যই সামনে এল।
স্টুডিওপাড়ার খবর, ‘কাবুলিওয়ালা’র মিনির ভূমিকায় দেখা যাবে শিশু অভিনেত্রী অনুমেঘা কাহালিকে (anumegha kahali)। যদিও এই মিষ্টি অভিনেত্রীকে মানুষ ‘মিষ্টি’ নামেই বেশি চেনে। জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ‘মিঠাই’তে মিষ্টি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘মিঠাই’ ধারাবাহিকে সৌমিতৃষার পর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন এই খুদে।
আরও পড়ুন : এবার ৬ মাসের কাজ শেষ হবে মাত্র ৬ সেকেন্ডে! সেরা কম্পিউটার তৈরি করছে মোদী সরকার, চেয়ে দেখবে গোটা বিশ্ব
‘মিঠাই’ ধারাবাহিক শেষ হতেই বড় পর্দায় পা রাখছেন সৌমিতৃষা কুণ্ডু। খুব শীঘ্রই ‘প্রধান’ ছবিতে দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। আর এবার বড়পর্দায় পা রাখছেন ছোট্ট ‘মিষ্টি’ অনুমেঘা। ইতিমধ্যেই নাকি মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্যুটিংও শুরু করে ফেলেছেন অনুমেঘা কাহালি। যদিও এই বিষয়ে এখনই মুখ খুলতে চাইছেনা অনস্ক্রিন মিনির পরিবার।
আরও পড়ুন : সাত ব্যাঙ্কে পড়ে কোটি কোটি দাবিহীন টাকা! গ্রাহকদের ফিরিয়ে দেবে RBI, আপনি কীভাবে পাবেন?
তবে কানাঘুষা খবর, মিনি অর্থাৎ মেঘার বাবা মায়ের চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার ও আবির চট্টোপাধ্যায়। অন্যদিকে ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে SVF ও Zee স্টুডিওজ। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সবে মিলিয়ে সুমন ঘোষের এই ছবি নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে।
আরও পড়ুন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘মধুচক্র’! বহিরাগতদের আনাগোনায় জল্পনা তুঙ্গে
উল্লেখ্য, রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’র সঙ্গে বাঙালির আবেগ বহু পুরানো। এর আগে তপন সিনহা পরিচালিত ছবি ‘কাবুলিওয়ালা’তে এই ভূমিকায় অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস, আর মিনি হয়েছিলেন শর্মিলা ঠাকুরের দিদি ঐন্দ্রিলা ঠাকুর। যদিও ২০২৩-এ এসে ‘কাবুলিওয়ালা’র গল্প বোনা হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। কলকাতার পাশাপাশি লাদাখ এবং আফগানিস্তানেও এই ছবির শ্যুটিং হতে পারে বলে খবর।