বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একটা সময় ছিল যখন ওডিআই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামা দল ৩০০ রানের বেশি স্কোর করতে পারলে তারা ধরে নিত যে তারা ম্যাচ জিতে গিয়েছে। কিন্তু যুগের সাথে সাথে ক্রিকেট বদলেছে। বর্তমানে ৩০০ রান কোনওমতেই নিরাপদ নয় ওডিআই ফরম্যাটে। আর আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব সেই সব চেজ মাস্টারদের কথা, যারা ৩০০ রান তারা করতে নেমে সবচেয়ে বেশিবার শতরানের মুখ দেখেছেন।
রোহিত শর্মা: বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা এখন নিজের সেরা ছন্দে না থাকলেও ২০১৩ সালে ওপেনার এ পরিণত হওয়ার পর থেকে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছিলেন ওডিআই ফরম্যাটে। রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। মোট ৩০টি ওডিআই ইনিংসে তাকে ৩০০-র বেশি রান তাড়া করতে হয়েছে। এই ৩০ টি ম্যাচে ৫৯.২০ গড়ে ১৪২১ রান করার পাশাপাশি ৪ টি শতরান করেছেন তিনি।
জো রুট: ইংল্যান্ডের এই তারকা মূলত টেস্ট ফরম্যাটে দাপটের জন্য পরিচিত। কিন্তু তিনি এমন একটা সময় ইংল্যান্ড ওডিআই দলে খেলেছে যখন সেই দল পরিপূর্ণ ছিল একাধিক আগ্রাসি ব্যাটারদের দিয়ে। বেশ কয়েকবার ৩০০ এর বেশি রান তারা করে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছেন। ৩০০ রানের বেশি টার্গেট তারা করতে নামা অবস্থায় মোট ২০ টি ইনিংস খেলে ৬৬.০০ গড়ে ১০৫৬ রান করার পাশাপাশি তিনি মোট ৪টি শতরান পেয়েছেন এই পর্যায়ে।
রস টেইলর: এই তালিকার একমাত্র এমন ক্রিকেটের যিনি বেশ কিছুদিন আগেই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। কিন্তু রান তাড়া করার ক্ষেত্রে তার আগ্রাসী ব্যাটিং নিউজিল্যান্ডকে অনেক ম্যাচ জিতিয়েছে। ৩০০ রানের বেশি টার্গেট তাড়া করতে নামা অবস্থায় ১৮ টি ইনিংস খেলে ৬২.৪২ গড়ে ৮৭৪ রান করার পাশাপাশি তিনি মোট ৪ টি শতরান পেয়েছেন এই পর্যায়ে।
জেসন রয়: ইংল্যান্ডের এই তারকা আগ্রাসী পরিস্থিতির তোয়াক্কা না করে সব সময় আগ্রাসী ব্যাটিং করতেই অভ্যস্ত। তিনি দলে আসার পর যে কোনও পর্যায়ের টার্গেট তাড়া করে ম্যাথ জেতায় অভ্যস্ত হয়ে উঠেছে ইংল্যান্ড। ৩০০ বেশি রান তারা করতে হবে এমন অবস্থায় মোট ২১ টি ইনিংস খেলেছেন রয়। এমন পরিস্থিতিতে ৬৪.৩৫ গড়ে ১২৮৭ রান করার পাশাপাশি তার নামের পাশে রয়েছে ৫ টি শতরান।
আরও পড়ুন: সহপাঠী হলেও পাত্তা পাবে না অনুষ্কা! ধোনির স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার কাছে হার মানবে কোহলির সহধর্মিণীও
বিরাট কোহলি: বিশ্বের সর্বকালের সেরা চেজ মাস্টার। রান তাড়া করে ম্যাচ জেতানোর প্রসঙ্গে অন্তত ওডিআই ফরম্যাটে তার মতন ব্যাটার আগে আসেনি এবং ভবিষ্যতেও আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। নিজের কেরিয়ারে বিরাট কোহলির মোট ৩৩ ইনিংসে এমন পরিস্থিতিতে করেছিলেন যেখানে ৩০০-র বেশি রান তারা করলে তার দল জিতবে। এই ৩৩ টি ম্যাচে তিনি ৬১.৭৬ গড়ে ১৮৫৩ রান করেছেন এবং তার নামের পাশে রয়েছে ৯ টি শতরান।