ধারালো অস্ত্র নিয়ে হামলা নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানের বাড়ি, চলল গুলি, লুটপাট, আতঙ্কিত মালদহের মানুষ

বাংলা হান্ট ডেস্ক : ধুন্ধুমার মালদহ (Malda)! শেষ পর্যন্ত টসে জিতে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে কংগ্রেস (Congress)। এরপরই তুলকালাম কাণ্ড। নবনির্বাচিত প্রধানের বাড়িতে হামলা, চলল গুলিও। অবস্থা বেগতিক দেখে নিরাপত্তার দাবিতে এবার হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হতে চলেছেন তিনি। মামলা দায়ের করা হবে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।

কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের ‘ম্যাচ টাই’ : মালদহের কালিয়াচকের  আলিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসনসংখ্যা ২৪টি। ১২টি করে আসন পেয়েছে কংগ্রেস ও তৃণমূল। প্রশ্ন, এবার প্রধান কে হবেন? শেষে টস করার সিদ্ধান্ত নেওয়া হয়। টসে জেতে কংগ্রেস। প্রধান নির্বাচিত হন দলের জয়ী প্রার্থী রায়েশা বিবি। আর এর পরই পরিস্থিতি হয়ে ওঠে জটিল।

shootout

কী হল এদিন? জানা যাচ্ছে, নবনির্বাচিত প্রধানের বাড়িতে চড়াও হয়ে রীতিমতো ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। সঙ্গে চলে লুটপাটও! অবশ্য বাড়িতে তখন কেউ ছিলেন না বলেই জানা যাচ্ছে। শেষপর্যন্ত রায়েশা বিবির স্বামী মাহিদুর রহমানের ছবিতেই গুলি চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনায় রীতিমতো আতঙ্কিত পরিবারের লোকজন।

এর আগেও ঝরেছে রক্ত : এই প্রথম নয়। এর আগেও পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে রক্তাক্ত হয়েছিল মালদহ। অভিযোগ, চাঁচলের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত ভোটাভুটির মাঝেই হামলার মুখে পড়েন তৃণমূল প্রার্থীরা। ধারালো অস্ত্রে আঘাতে জখম হন শাসকদলের ৬ প্রার্থী ও ১ জন নির্দল। হবিবপুর পঞ্চায়েত সমিতিতে ভুয়ো শংসাপত্র দাখিলের অভিযোগে সদস্যপদ খারিজ হয়ে গিয়েছে বিজেপি প্রার্থী সুলেখা সিংহের।

আরও পড়ুন : ‘ ওরা আমার জামা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, তারপর …!’ বাম ছাত্রদের নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজন্যার

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তারিখ ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দিকে দিকে অশান্তি ভয়ংকর আকার নেয়। পঞ্চায়েত ভোটের দিনও উত্তপ্ত ছিল পরিস্থিতি। খোদ রাজ্যপালকেও নেমে আসতে হয় রাস্তায়। প্রাণ যায় ৩০-র ও বেশি। মামলা হয় একাধিক বিষয়ে। সেই তালিকাতেই যুক্ত হল মালদহ।

Sudipto

সম্পর্কিত খবর