বাংলাহান্ট ডেস্ক : আমরা সবাই ভালো চাকরি করার স্বপ্ন দেখি। কিন্তু ভালো চাকরি পেতে গেলে চাই কঠোর অধ্যাবসা ও পরিশ্রম। অনেকেই রয়েছেন যারা অনেক ছোট থেকেই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা জানেন যে চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সাধারণ জ্ঞানের প্রশ্ন (General knowledge) লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ রাউন্ড দুই জায়গাতেই আসে। তাই আপনারা যদি আগে থেকে এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর জেনে থাকেন তাহলে অনেকটাই এগিয়ে থাকবেন প্রতিযোগিতায়। আমরা বিভিন্ন প্রতিবেদনে এই ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করছি। আজও তেমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি আপনাদের জন্য।
১) প্রশ্নঃ জানেন ভারতের ‘অভিশপ্ত নদী’ কোনটি? যার জল ভুলেও কেউ স্পর্শ করে না?
উত্তরঃ ভারতবর্ষের এই অভিশপ্ত নদীটির নাম কর্মনাশা (Karamnasa)। উত্তর ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটি।
২) প্রশ্নঃ দূরবীন আবিষ্কার হওয়ার আগে মানুষ খালি চোখে কতগুলি গ্রহ দেখতে পেত?
উত্তরঃ পাঁচটি
৩) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম সড়কটির নাম কী?
উত্তরঃ ৪৪ নম্বর জাতীয় সড়ক (NH 44)।
৪) প্রশ্নঃ কোন পাখি সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারে না?
উত্তরঃ পেঙ্গুইন।
৫) প্রশ্নঃ শ্বেতাম্বর ও দিগম্বর কোন ধর্মের দুটি অংশ?
উত্তরঃ জৈন ধর্ম।
আরোও পড়ুন : চিংড়ি কিনতে গিয়ে বারবার ঠকছেন? জেনে নিন এই মাছ চেনার উপায়
৬) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে বড় মহাসাগরের নাম কী?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।
৭) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত কোন নদীতে সোনা পাওয়া যায়?
উত্তরঃ সুবর্ণরেখা। শুধুমাত্র ঝাড়খণ্ডের যে অংশ দিয়ে নদীটি প্রবাহিত হয়, সেখানকার স্থানীয়রা বালির মধ্যে থেকে সোনা আহরণ করে জীবিকা নির্বাহ করে।
৮) প্রশ্নঃ ভারতের জনগণনা কত বছর অন্তর অন্তর করা হয়?
উত্তরঃ ১০ বছর অন্তর। (২০১১ সালের শেষবার হয়েছিল, ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও, করোনা মহামারীর জন্য বন্ধ হয়ে যায়।
৯) প্রশ্নঃ কোন দেশের সবথেকে বেশি ১০০ বছর বয়সী মানুষ রয়েছে?
উত্তরঃ জাপান।
১০) প্রশ্নঃ ক্যাট ফিশ কোন মাছকে বলা হয়?
উত্তরঃ মাগুর মাছ কে।
১১) প্রশ্নঃ দাবা খেলায় কতগুলি ঘর থাকে?
উত্তরঃ ৬৪টি।
১২) প্রশ্নঃ একাকিত্বে থাকা দিনে কতগুলি সিগারেট খাওয়ার সমান?
উত্তরঃ ১৫টি সিগারেট খাওয়ার সমান।
১৩) প্রশ্নঃ জলে বসবাসকারী কোন প্রাণী বাতাস থেকে নিঃশ্বাস নেয়?
উত্তরঃ শুশুক।
১৪) প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান ‘বিদ্যাসাগর’ উপাধি দিয়েছিল?
উত্তরঃ সংস্কৃত কলেজ।
১৫) প্রশ্নঃ জানেন ভারতের কোন নদীটি গঙ্গার চেয়েও দীর্ঘ?
উত্তরঃ গঙ্গা নদীর দৈর্ঘ্য ২,৫১০ কিমি আর ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য ২৯০০ কিমি। তবে ব্রহ্মপুত্র ভারতের মধ্যে মাত্র ৯১৬ কিমি প্রবাহিত হয়। সেজন্য গঙ্গকে ভারতের সবচেয়ে বড় নদী বলা হয়। কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে ব্রহ্মপুত্র গঙ্গার চেয়েও বড়। প্রসঙ্গত, তিব্বতের কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে।