বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই দেশজুড়ে টমেটোর দাম (Tomato Price) যেহারে বেড়েছিল তাতে খাদ্যপ্রেমীদের অসুবিধা বেড়েছিল বহুখানি। দেশের বহু অংশে প্রতি কিলো টমেটো ৩৫০ টাকা কেজি দরেও বিক্রী হয়েছে। কোথাও কোথাও দাম সামান্য কম থাকলেও বেশিরভাগ জায়গাতেই সেটি প্রতি কিলো ৩০০ টাকা ছাড়িয়ে গেছিল।
জুন মাসের শুরুতে যে টমেটোর দাম ছিল মাত্র ৪০ টাকা প্রতি কিলো সেটাই জুলাইয়ের শুরুতে ১০০ টাকায় দাঁড়ায়। পরবর্তী সময়ে সেটাই ২০০ থেকে ২৫০ টাকায় পৌঁছে গেছিল। কিষানমান্ডিতে যেন আগুন লেগে গেছিল সেই সময়। তবে এবার খানিকটা স্বস্তি এসেছে মধ্যবিত্তের হেঁশেলে। কারণ এবার ধীরে ধীরে কমতে শুরু করেছে এই লাল সবজির দাম।
প্রতি কেজি প্রায় ২৫০ টাকা ছুঁয়ে যাওয়া টমেটো পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, আগামী মাসে টমেটোর দাম আরও কমবে। এইদিন আজাদপুর কিষানমান্ডির সবজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অনিল মালহোত্রা জানান, শিমলা ও বেঙ্গালুরু থেকে টমেটো মন্ডিতে সরবরাহ করা হয়, কিন্তু কয়েকদিন আগে সরবরাহ কমে যায় এবং চাহিদা বেড়ে যায়, যার কারণে টমেটোর দাম আকাশচুম্বী হয়ে যায়।
আরও পড়ুন : সাড়া পাওয়া যাচ্ছে ‘চন্দ্রযান ২’ থেকে, আসছে সিগন্যাল! চন্দ্র অভিযানে ISRO-র হাতে এল তুরুপের তাস
তবে এখন বেঙ্গালুরু থেকে টমেটোর আগমন বেড়েছে। সেই সঙ্গে মহারাষ্ট্র থেকে টমেটোর চালানও আসতে শুরু করেছে, যার কারণে পাইকারি বাজারে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকায়। অনিলের দাবি, সেপ্টেম্বরে টমেটোর দাম আরও কমবে। তার সাথে অন্যান্য সবুজ শাকসবজিও এখন সস্তা হয়েছে। এবং আগামী দিনে সবজির দাম আরও কমবে বলে খবর।
আরও পড়ুন : বড় ঘোষণা করলেন সানি দেওল! ‘গদর ৩’ নিয়ে এমন কথা বললেন, শুনে খুশিতে আত্মহারা ফ্যানেরা
টমেটোর চেয়ে পেঁয়াজের দাম বেশি হবে : তবে এবার পেঁয়াজের দামে খানিকটা বদল আসতে চলেছে। গত সপ্তাহে ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজের শুক্রবার ৪০ টাকা কেজিতে উঠেছে। এইদিন পেঁয়াজ ব্যবসায়ি শ্রীকান্ত মিশ্র বলেন, বর্ষায় পেঁয়াজ চাষ না হওয়ায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাট থেকে দিল্লিতে পেঁয়াজ সরবরাহ করা হয়। আগামী দিনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা।