১০০ বছরে প্রথম, মহালয়ায় বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব! তবে কী অমঙ্গলের ইঙ্গিত?

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির কাছে মহালয়া মানে পুজোর আগমন। মহালয়ার ভোরে পিতৃ তর্পণ দিয়ে শুরু হয় বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোর। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষের। কিন্তু এবারের মহালয়া আর পাঁচটা মহালয়ার থেকে বেশ খানিকটা আলাদা। কারণ এবারের মহালয়ায় এমন কিছু ঘটতে চলেছে যা গত একশো বছরে ঘটেনি।

গোটা বিশ্ব এবারের মহালয়ার দিন সাক্ষী থাকতে চলেছে সূর্যগ্রহণের (Solar Eclipse)। এ বছর মহালয়া আগামী ১৪ই অক্টোবর। সেদিনই আবার সূর্য গ্রহণ। সূর্য গ্রহণ শুরু হবে মহালয়ায় (Mahalaya) রাত ৮টা ৩৪ মিনিটে। পরের দিন মধ্যরাত ২টো ২৫ মিনিটে গ্রহণ ছাড়বে। যদিও সূর্য গ্রহণ ভারত থেকে দেখা যাবে না।

আরোও পড়ুন : তাণ্ডব দেখাবে ‘হিলারি’, বিপর্যস্ত হবে জনজীবন! ঘূর্ণিঝড়ের বেগ জানলে আঁতকে উঠবেন আপনিও

সূর্যগ্রহণ এর সাক্ষী হবে মূলত কানাডা, উত্তর আমেরিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলোম্বিয়া, কিউবা, পেরু, ডোমিনিকা, বাহামা উরুগুয়ে, ব্রাজিল-সহ বিভিন্ন দেশ। এই বছর ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দুটি গ্রহণ। সেগুলি অবশ্য ভারত থেকে দেখা যায়নি। ২০এপ্রিল সূর্যগ্রহণ এবং ৫ মে চন্দ্রগ্রহণের দেখা মেলেনি ভারত থেকে।

আগামী মহালয়ার দিনের সূর্য গ্রহণও ভারত থেকে দেখা যাবে না। আগামী সূর্যগ্রহণের ১৫ দিন পর অর্থাৎ ২৯ অক্টোবর এ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে। বিজ্ঞানীরা জানাচ্ছেন গত ১০০ বছরে মহালয়ার দিন সূর্য গ্রহণের ঘটনা ঘটেনি। এই বিষয়ে ধর্মপ্রাণ মানুষেরা রীতিমতো চিন্তিত। চর্চা চলছে না না মহলে।

solar eclipse 1623208829

অনেকের মনে প্রশ্ন এই চন্দ্রগ্রহণ কোনও অশুভ কিছু ইঙ্গিত নয়ত? আবার অনেকের কাছে প্রশ্ন যে এই বছর ঠিকঠাক পিতৃ তর্পণ করা যাবে তো? এই বিষয়ে জ্যোতিষবিদরা বলছেন, ভারত থেকে যেহেতু এই গ্রহন দেখা যাবে না, সেহেতু এর কোনও রকম ফল এদেশের মানুষের উপর পড়বে না। নিয়ম মেনে পালন করা যাবে ধর্মীয় আচার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর