বাংলাহান্ট ডেস্ক : গত বছর আগস্ট মাসে মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন পশ্চিমবঙ্গের ৫ টি জেলা ভেঙে তৈরি করা হবে সাতটি নতুন জেলা। সেই প্রস্তাব পাস হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও। মন্ত্রিসভা যে নতুন সাতটি জেলা তৈরীর অনুমোদন দেয় সেগুলি হল- রানাঘাট, বসিরহাট, বহরমপুর-কান্দি, জঙ্গিপুর, সুন্দরবন, ইছামতী ও বিষ্ণুপুর।
বর্তমান নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাকে আরো ভাঙার প্রস্তাবে সায় দেওয়া হয়েছিল তৎকালীন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। নতুন জেলার (Districts) অনুমোদন পাস হলেও এখনো পর্যন্ত এই জেলাগুলি গড়ে ওঠেনি। অনেকের মতে এর পিছনে আর্থিক সংকট দায়ী।
নতুন জেলা গঠিত হলে জেলা সদর কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার সবকিছুই নতুনভাবে গড়ে তুলতে হবে। গতবছরের প্রস্তাব এখনো বাস্তবে রূপ না নিলেও নবান্ন এই বিষয়ে আরো একবার নতুন সিদ্ধান্ত নিতে চলেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন আরও বড় জেলা ভেঙে নতুন জেলা গঠন করা যায় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে।
আরোও পড়ুন : আর খুলবে না উল্টো দিকের দরজা! আচমকাই নিয়ম বদল কলকাতা মেট্রোর, কারণ জানলে চমকে যাবেন
এমনকি মুখ্যমন্ত্রী এই বিষয়ে গঠন করে দিয়েছেন মন্ত্রিগোষ্ঠী তথা গ্রুপ অফ মিনিস্টার্স। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও আইনমন্ত্রী মলয় ঘটক রয়েছেন সেই মন্ত্রীগোষ্ঠীতে। জেলা প্রশাসনের সাথে কথা বলে মুখ্যমন্ত্রীকে তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে মন্ত্রী গোষ্ঠীকে।
আরোও পড়ুন : অসহায় বৃদ্ধা মাকে স্টেশনে ফেলে দিয়ে গেল ছেলে! ৭০’র প্রৌঢ়ার সাথে যা ঘটল….জানলে কাঁদবেন আপনিও
সূত্রের খবর একটি প্রাথমিক রিপোর্ট প্রস্তুত করেছে এই মন্ত্রীগোষ্ঠী। সেখানে প্রস্তাবে বলা হয়েছে বর্ধমান জেলা ভেঙে চারটি জেলা তৈরি করা যেতে পারে। এমন কী রিপোর্টে মন্ত্রীগোষ্ঠীর উল্লেখ করেছে বীরভূম, মেদিনীপুর জেলা, হাওড়ার মত বড় জেলাগুলিকেও বিভাজিত করে গঠন করা যেতে পারে নতুন জেলা।
মন্ত্রী গোষ্ঠীর এই রিপোর্ট অনুযায়ী রাজ্যের বর্তমান জেলা সংখ্যা ২৩ থেকে বাড়িয়ে ৩৫ বা তার বেশি করা যেতে পারে। মুখ্যমন্ত্রীর দাবি প্রশাসনের কাজে দ্রুততা ও নাগরিক স্বাচ্ছন্দ্য আনার জন্য জেলা ভাঙা উচিত। পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা প্রায় ১০ কোটি। সেখানে জেলার সংখ্যা ২৩ টি। অন্যদিকে ২৪ কোটি জনসংখ্যা নিয়ে উত্তর প্রদেশে জেলার সংখ্যা ৭৫টি।
জনসংখ্যার ভিত্তিতে উত্তরপ্রদেশে যে পরিমাণ জেলা রয়েছে সেই পরিমাণ জেলা বাংলায় নেই। তবে নতুন জেলার ক্ষেত্রে সব থেকে বড় সংকট হয়ে দাঁড়াচ্ছে অর্থ। নতুন জেলা গঠিত হলে নতুনভাবে অনেক কিছুই গঠন করতে হবে। সেক্ষেত্রে বর্তমান আর্থিক অবস্থা সায় দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারকে। নবান্নের আধিকারিকরা মনে করছেন সেক্ষেত্রে ধাপে ধাপে এই কাজ সম্পন্ন হতে পারে।