উত্তরাখণ্ডে মর্মান্তিক পথ দুর্ঘটনা! ৩৩ তীর্থযাত্রী নিয়ে গভীর খাদে পড়ল বাস! মৃত ৭, আহত বহু

বাংলা হান্ট ডেস্ক : উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়াবহ দুর্ঘটনা৷ রবিবার বিকেলে গঙ্গনানী এলাকায় গঙ্গোত্রী ন্যাশনাল হাইওয়ে (Gangotri National Highyway) থেকে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস গভীর খাদে গিয়ে পড়ে ৷ জানা গিয়েছে, ওই বাসে ৩৩ জন তীর্থযাত্রী ছিলেন৷ তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত হয়েছেন ২২ জন৷ উদ্ধারকার্য শুরু হয়েছে৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

তথ্য অনুসারে, বাস নম্বর (ইউকে ০৭৮৫৮৫) ৩৩ জন যাত্রী নিয়ে গঙ্গোত্রী থেকে উত্তরকাশীর দিকে আসছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ১৯ জন আহতকে উদ্ধার করা হয়েছে।

bus accident 2

জানা গিয়েছে, ওই বাসটিতে গুজরাতের তীর্থযাত্রীরা ছিলেন ৷ গঙ্গোত্রী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটি পাশের গভীর খাদে গিয়ে পড়ে ৷ গঙ্গোত্রী ধাম থেকে উত্তরকাশী যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি দুর্ঘটনায় পড়ে ৷ ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামে জেলা পুলিস-প্রশাসন৷ রবিবার বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে৷ উদ্ধারেকাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ ও পুলিস৷

ঘটনাস্থলে গিয়েছেন উত্তরকাশীর জেলাশাসক অভিষেক রুহেলা এবং পুলিস সুপার অর্পণ যদুবংশী৷ জেলাশাসক জানিয়েছেন, দেরাদুনে হেলিকপ্টার তৈরি করে রাখা হয়েছে৷ প্রয়োজনে আহতদের উদ্ধার করে অন্যত্র পাঠানো হতে পারে৷

আরও পড়ুন : বিদেশে পালিয়ে যাননি তিনি! অবশেষে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আহতদের চিকিৎসার জন্য ১০৮ এম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে একটি দেহ উদ্ধার করা হয়েছে। এসপি অর্পণ যদুবংশীও ঘটনাস্থলে রওনা হয়েছেন। একই সঙ্গে জেলা হাসপাতাল থেকে আরও দুটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর