ল্যান্ডিং-র আগেই চাঁদের দক্ষিণ ভাগের ছবি তুলে বাজিমাত বিক্রমের! দেখে নিন অবাক করা সেই চিত্র

বাংলা হান্ট ডেস্ক : চাঁদ এবং চন্দ্রযানের (Chandrayaan 3) মধ্যে দূরত্ব এখন মাত্র ২৫ কিমি। চন্দ্রযান-৩ চন্দ্র পৃষ্ঠের ২৫ কিলোমিটার উপরে প্রদক্ষিণ করছে এবং ২৩ অগাস্ট সন্ধ্যা ৬:০৪ মিনিটে চন্দ্র পৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে। এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকবে গোটা বিশ্ব।

ISRO-র হাতে দক্ষিণ ভাগের ছবি : চাঁদের দুয়ারে দাঁড়িয়ে চন্দ্রযান-৩। অপেক্ষা এখন কেবলমাত্র অবতরণের। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস রচনার পথে ভারত। এই দক্ষিণ মেরুই সবচেয়ে এবড়ো-খেবড়ো। রয়েছে শয়ে শয়ে গর্ত। ঢালু, উঁচু নীচু এলাকায় সফলভাবে ল্যান্ডিংয়ের আগে তাই নিজেই পরখ করে নিল চন্দ্রযান-৩। ছবি তুলে দেখে নিল অবতরণের স্থান কতটা নিরাপদ। আর সঙ্গে সঙ্গে সেই ছবি পাঠিয়ে দিল ইসরোকে।

হাতে মাত্র দু’দিন : ২৩ অগাস্ট অর্থাৎ বুধবার ঠিক সন্ধে ৬টা বেজে ৪ মিনিট। চাঁদের পা ফেলবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। তার থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। তার আগে হাতে বাকি আর মোটে দু’টো দিন। শেষ মুহূর্তে চাঁদের দক্ষিণ মেরু ভালোভাবে পরখ করে নিচ্ছে ভারতের চন্দ্রযান-৩।

তৈরি ISRO : সফট ল্যান্ডিং বরাবরই ঝুঁকিপূর্ণ। তাই নির্বিঘ্নে ল্যান্ডিং করতে অতি সন্তর্পণে কাজ করছে ইসরো। একফোঁটা ভুল চুক করতে নারাজ বিজ্ঞানীরা। ফলে চন্দ্রযান ৩-এর পাঠানো চাঁদের এই ছবিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামী বুধবার ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিংয়ের সময় চাঁদের এই স্থান মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা নেবে ইসরো।

ল্যান্ডার বিক্রমের হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়ডেন্স ক্যামেরা দিয়ে এই ছবিগুলি তুলেছে চন্দ্রযান-৩। স্পষ্ট, ঝকঝকে সেই ছবিগুলি ইসরোর পরবর্তী পদক্ষেপে সহায়তা করবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : অমরনাথের আবিষ্কার নিয়ে এতকাল মিথ্যা বোঝানো হয়েছে হিন্দুদের! আসল কাহিনী জানলে অবাক হবেন

ইসরো জানিয়েছে, এই বিশেষ ক্ষমতাসম্পন্ন ক্যামেরার সাহায্যেই চাঁদের দক্ষিণ মেরুর নানা অংশের ছবি তুলছে চন্দ্রযান-৩। যাতে অবতরণের সময় ভুল জায়গায় পা না পড়ে তাই আগেভাগেই এলাকায় চিহ্নিত করে রাখছে সে।

লাইভ কভারেজ কোথায় দেখবেন? ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকবে গোটা বিশ্বই। ইসরোর তরফে জানানো হয়েছে, বুধবার, ২০ অগস্ট বিকেল ৫টা ২৭ মিনিট থেকেই চন্দ্রযান-৩ লাইভ কভারেজ দেখানো হবে। ইসরোর ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজে লাইভ কভারেজ দেখা যাবে। পাশাপাশি ডিডি ন্যাশনাল চ্যানেলেও লাইভ কভারেজ দেখতে পাবেন সকলে।

Sudipto

সম্পর্কিত খবর