বাংলা হান্ট ডেস্ক : বেজে গিয়েছে যু্দ্ধের দামামা। হাতে সময় আর কয়েকটা মাস। আর তার পরই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। সময় যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। আর জল্পনা বাড়ছে কে হতে চলেছেন পরবর্তী প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চ্যালেঞ্জ জানাতে কাকেই বা বেছে নেওয়া হবে বিরোধী জোটের মুখ হিসাবে? প্রকাশ্যে এল সমীক্ষার চাঞ্চল্যকর তথ্য।
লোকসভা নির্বাচন নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। ছত্তিশগড় এবং মধ্য প্রদেশ বিধানসভায় প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। এদিকে, আগামী ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে তৃতীয় বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোটের।
মোদি বনাম প্রিয়াঙ্কা? রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কোন লোকসভা আসনে লড়বেন, তাও মোটামোটি স্থির হয়ে গিয়েছে। রাহুল তো সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে স্মৃতি ইরানিকেই। প্রিয়াঙ্কার মুখোমুখি সম্ভবত হতে চলেছেন নরেন্দ্র মোদি। এই অবস্থায় একটি সমীক্ষা চালাল এবিপি নিউজ এবং সি ভোটার। রিপোর্টে কী জানা গেল?
এগিয়ে কে? এই সমীক্ষায় অংশগ্রহণকারী নাগরিকদের তাঁদের পছন্দের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বেছে নিতে বলা হয়। সার্ভেতে ৬২ শতাংশ মানুষ নরেন্দ্র মোদিকেই তাঁদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। অনেকটাই পিছিয়ে রাহুল গান্ধী। ১০০-র মধ্যে মাত্র ২০ জন চাইছেন দিল্লির সিংহাসনে বসুক সোনিয়া পুত্র।
কী বলছে তথ্য?
নরেন্দ্র মোদি- ৬২ শতাংশ
রাহুল গান্ধী- ২০ শতাংশ
অরবিন্দ কেজরিওয়াল- ৬ শতাংশ
যোগি আদিত্যনাথ- ৩ শতাংশ
অন্যরা- ৯ শতাংশ
এই অন্যদের তালিকাতেই রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, নীতিশ কুমার, শরদ পাওয়ার প্রমুখ রাজনীতিবিদরা। গত ১৮ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত এই সার্ভে চালায় এবিপি নিউজ এবং সি ভোটার সংস্থা। সার্ভেতে অংশ নিয়েছিলেন ৭ হাজার ৬৭৯ জন।