বাংলা হান্ট ডেস্ক : গ্ল্যামারাস শব্দটা যেন স্বস্তিকা মুখার্জির (Swastika Mukherjee) সাথেই মানায়। যত বয়স বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে তার গ্ল্যামার। অনেকেই তো বলেন, তিনি নাকি বয়সের উল্টোদিকে হাঁটেন। আর তারসাথে নায়িকার স্পষ্ট কথার ফুলঝুরি তো আছেই। ইন্ডাস্ট্রির অন্দরমহলের পলিটিক্স হোক কী দেশের রাজনীতি__সবেতেই দেখা যায় তার স্পষ্ট বক্তব্য।
এমনিতে স্বস্তিকা ভীষণ স্পষ্টবাদী এবং সাহসী। সমাজের ট্যাবু ভেঙে তিনি নিজের শর্তে বাঁচেন। পোশাক আসাক থেকে শুরু করে অভিনয় সবকিছুতেই থাকে তার নিজস্বতার ছাপ। শাড়িতে যেমন তিনি মোহময়ী, তেমনই পোশাক ছাড়া খোলামেলা বোল্ড ছবিতেও আবেদনের বন্যা বইয়ে দেন। এই যেমন সম্প্রতি যেমন নিজের বাথরুম থেকে পোশাক ছাড়া স্রেফ তোয়ালে জড়িয়ে কিছু ছবি শেয়ার করেছেন তিনি।
আপাতত স্বস্তিকার এই তোয়ালে জড়ানো ছবিই সোশ্যাল মিডিয়ার হট টপিক। একে তো তোয়ালে জড়িয়ে হোট পোজ তার উপর আবার নিজের বডি টাইপ নিয়েও খোলামেলা ক্যাপশন দিয়েছেন নায়িকা। বলা ভালো সাদা তোয়ালেতে শরীর জড়িয়ে মিরর সেলফি শেয়ার করে সোশ্যাল মিডিয়ার ঘাম ঝরিয়েছেন চল্লিশোর্ধ স্বস্তিকা।
আরও পড়ুন : মিলনের মাঝেই তুমুল অশান্তি! রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ-পরীমনি
গতকাল রাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এইসব ছবি শেয়ার করে স্বস্তিকা লেখেন, “আমার স্তনকে আলিঙ্গন করছি। কারণ আমার বডি টাইপ অনুসারে স্তনের মাপ হওয়া উচিত ৪০…না সেগুলি ক্যামেরন দিয়াজের মত হতে পারে না।’’ তোয়ালের আড়ালে কাঁধ থেকে উঁকি দিচ্ছে ব্রায়ের স্ট্র্যাপের দাগ। ক্যাপশনে তার উল্লেখ্যও আছে।
আরও পড়ুন : শুভলগ্নে ‘চন্দ্রযান-৩’কে নিয়ে কার্টুন এঁকে কটূক্তি প্রকাশ রাজের! পোস্ট ভাইরাল হতেই ধুয়ে দিল দেশবাসী
এইদিন স্বস্তিকা আরও লিখেছেন, “মেয়েরা যখন একটানা ১২ ঘণ্টা ধরে অন্তর্বাস পরে থাকে তখন এই দাগ অধিক সময় স্থায়ী হয় মন ভাঙার যন্ত্রণার চেয়ে…আমার এতে আপত্তি নেই।” এই ছবিগুলি যখন তোলা হয় তখন তার মুখে কোনও মেকআপ ছিলনা। যে কারণে চেহারার দাগছোপ বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে। আর নায়িকার এই বিনা মেকআপে তোয়ালে জড়ানো ছবি দেখে প্রশংসাও করেছেন অনেকেই। তবে ট্রোলারদের থামায় কার সাধ্যি!
এক ইউজার লিখেছেন, “বাথরুমটা ব্যক্তিগত জায়গা সেখান থেকে আপনি কী দেখাতে চাইছেন?” স্বস্তিকার এক অনুরাগী এর জবাবে লিখেছেন, “এতে আপনার সমস্যা কোথায়?” জবাব দিয়েছেন খোদ স্বস্তিকাও, “আসলে জন্মগত নিজেকে সমস্যায় জড়িয়ে রাখেন উনি। মেয়েদের জন্য কি কোনও নিয়ম আছে নাকি যে তারা তোয়ালেতে ছবি তুলতে পারবে না?” সাথে তিনি আরও বলেছেন, তোয়ালেটা তার নিজের টাকায় কেনা, রুমের ভাড়া দিয়েছেন তিনি, ফোনটাও তার নিজের। সেই সঙ্গে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাও তার নিজের। তাই তিনি কেমন ছবি পোস্ট করবেন সেটও তার নিজের সিদ্ধান্ত।