একবারে সাধ মেটেনি, বিয়েতে হ্যাট্রিক করছেন এই ৫ টলি অভিনেত্রী! তালিকায় বড় নাম

বাংলা হান্ট ডেস্ক : গ্ল্যামার দুনিয়ার মানুষদের নিয়ে গুজবের শেষ নেই। টলিপাড়ার (Tollywood) নায়ক নায়িকাদের অনস্ক্রিন দেখতে যত না পছন্দ করে মানুষ তার চেয়ে অনেক বেশি আগ্রহী হয়ে থাকে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে‌। কারণ নায়ক নায়িকাদের ব্যক্তিগত জীবনের গ্ল্যামারও কম কিছু নয়। আজকের প্রতিবেদনে সেইসব নায়িকার কথা বলব যারা একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন। সাথে জানাবো এই অভিনেত্রীদের জীবনসঙ্গীদের নিয়েও।

শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) : টলি নায়িকাদের বিয়ের কথা উঠলেই প্রথমেই শ্রাবন্তী চ্যাটার্জীর নাম উঠতে বাধ্য। এক-দু বার নয়, মোট তিনবার বিয়ের কনে সেজেছেন শ্রাবন্তী। যদিও কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। প্রথমবার নায়িকার বিয়ে হয় রাজীব কুমার বিশ্বাসের সাথে। ছেলে ঝিনুকের জন্মের পর আলাদা হয়ে যান তারা। এরপর কৃষ্ণ ব্রজ নামের এক মডেলের গলায় মালা দিয়েছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে গেলে শ্রাবন্তীর জীবনে আসে রোশন সিং বলে একজন। তবে ১ বছরের মাথায় এই সম্পর্কও ভেঙে যায়।

srabanti

ইন্দ্রানী হালদার (Indrani Halder) : বিয়ের ব্যাপারে এগিয়ে রয়েছেন এই নায়িকাও। ১৯৯৩ সালে প্রথম বিয়ে হয় অমরেন্দ্র ঘোষের সাথে। তবে এই সম্পর্কের মেয়াদ ছিল খুবই কম। এই বিয়ে ভেঙে গেলে দ্বিতীয়বার বিয়ে করেন ভাস্কর রায়কে। তিনি পেশায় একজন বিমান চালক। ভাস্কর এবং ইন্দ্রানী বর্তমানে একে অপরের সঙ্গে বেশ সুখে ঘর করছেন।

indrani haldar 1

রচনা ব্যানার্জি (Rachana Banerjee) : তালিকায় রয়েছেন রচনা ব্যানার্জিও। তিনি চলচ্চিত্র জগতের এক অতি পরিচিত মুখ। কেরিয়ারের প্রথমার্ধে তিনি বিয়ে করেছিলেন ওড়িশি ইন্ডাস্ট্রির এক নম্বর তারকা সিদ্ধান্ত মহান্তিকে। তবে এক বছরের মাথায় ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর তিনি বিয়ে করেন প্রখ্যাত ব্যবসায়ী প্রবাল বসুকে। যদিও এখন তারা আলাদা থাকেন।

rachna banerjee in green saree

স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee) : স্বস্তিকা মুখোপাধ্যায় প্রথমবার বিয়ে করেন ১৯৯৮ সালে। অভিনেত্রীর প্রাক্তন স্বামীর নাম ছিল প্রমিত সেন। এরপর ২০০৪ সালে জিৎ-র সাথে তার সম্পর্কের গুঞ্জন শোনা যায় টলিউডে‌। যদিও সেই গুঞ্জনের কোনও বাস্তব পরিনতি দেখতে পাওয়া যায়নি। এরপর একবার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে নতুন করে প্রেম সম্পর্কে আবদ্ধ হন স্বস্তিকা। সেই সম্পর্ক ভাঙার পর এখন সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন স্বস্তিকা।

swastika mukherjee

নুসরাত জাহান (Nusrat Jahan) : ২০১৯ সালে তুরস্কের বোদরুম শহরে মহা ধুমধাম করে নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। তবে ঠিক এক বছরের মাথায় তাদের সম্পর্ক ভেঙে যায়। নুসরাত জানায়, নিখিলের সাথে তিনি সহবাস করছিলেন বিয়ে নয়। হালফিলে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। যশকেই এই সন্তানের বাবা বলে মানছেন নেটিজেনরা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর