শঠে শাঠ্যং! নেহেরুর পাল্টা অটল, জনপ্রিয় পার্ক থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিচয় মুছল নীতিশ সরকার

বাংলা হান্ট ডেস্ক : এবার বিহারেও নাম পরিবর্তনের আঁচ! প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee Park Renamed) নামাঙ্কিত পার্কের নাম পরিবর্তন করল নীতিশ কুমার (Nitish Kumar Government) সরকার। নতুন নামাকরণ হয়েছে ‘নারকেল পার্ক’। পার্কের নাম পরিবর্তন নিয়ে বিহার সরকার এবং বিজেপির (Bharatiya Janata Party) মধ্যে শুরু হয়েছে তুমুল কাজিয়া। জানা গেছে, পাটনার নতুন নামাকরণ পার্কটির আগে নাম ছিল ‘নারকেল পার্ক’।

২০১৮ সালে হয় নতুন নামকরণ : কিন্তু ২০১৮ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুর পর পার্কটির নাম পরিবর্তন করা হয়েছিল। সেই সময় বিহারে বিজেপির সমর্থনে সরকার চালাচ্ছিলেন নীতিশ কুমার। পার্কটির নতুন নাম হয় ‘অটল বিহারী বাজপেয়ী পার্ক’। ২০২০ সালে নীতিশ কুমার বিজেপির সমর্থনে ক্ষমতায় বসে। কিন্তু সেই সময়ও পার্কের নামের কোনও পরিবর্তন হয়নি।

Untitled design 2022 08 12T131210.234

ফের সিদ্ধান্ত নাম পরিবর্তনের : বিজেপির হাত ছেড়ে বর্তমানে আরজেডি, কংগ্রেস সহ বেশ কয়েকটি দলের সমর্থনে সরকার চালাচ্ছেন নীতিশ। কয়েকদিন আগে পার্কটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী তেজপ্রতাপ যাদব। সোমবার পার্কটির পুরনো নামই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নীতিশ বনাম BJP : এদিকে, এই নাম পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী নীতিশকে নিশানা করেছে বিজেপি। সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনেন বিজেপি মুখপাত্র অরবিন্দ কুমার সিং। তিনি বলেন যে একদিকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বাজপেয়ীর স্মৃতিসৌধ মাল্যদান করছেন, অন্যদিকে তাঁরই সরকারের মন্ত্রী বাজপেয়ী নামাঙ্কিত পার্কের নাম পরিবর্তন করছে।

আরও পড়ুন : আইফেল টাওয়ার, বুর্জ খালিফার থেকে বেশি স্টিল, সিমেন্ট! ভারতে তৈরি হচ্ছে সেরা সড়ক! চেয়ে দেখবে গোটা বিশ্ব

সরানো হয়নি সাইনবোর্ড : বিরুদ্ধে বিজেপি প্রতিবাদে সামিল হবে বলে হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বিজেপির ওই মুখপাত্র। যদিও বিজেপিকে পালটা বার্তা দিয়েছে বিহারের সরকারি দলগুলির তরফে। পূর্বে নাম পরিবর্তন নিয়ে কাঠগড়ায় দাঁড় করায় গেরুয়া শিবিরকে। নাম পরিবর্তন হলেও, প্রয়াত প্রধানমন্ত্রীর নামে নামাঙ্কিত সাইনবোর্ডটি পার্ক থেকে সরানো হয়নি।

Sudipto

সম্পর্কিত খবর