বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে একের পর এক শ্যুটআউটের ঘটনা। এবার পাথরব্যবসায়ীকে গুলি করে খুনের (Businessman Shot Dead) ঘটনা ঘটল অনুব্রত গড় বীরভূমে (Birbhum)। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার থানার সেরেন্ডা গ্রামে। গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে পরিবারের সদস্যরা সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
সূত্রের খবর, মৃত ব্যবসায়ীর নাম তাপস দাস (৩৩)। তার পেটে একটি ও ঘাড়ে দু’টি গুলির চিহ্ন আছে বলে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যায় পাথরপুরের তাঁর ক্রাসার থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলেন ওই ব্যবসায়ী। সেই সময়ই মাঝ পথে তাকে আটকায় কয়েকজন দুষ্কৃতী। এরপরই ওই ব্যবসায়ীকে সামনে থেকে একের পর এক গুলি করে খুন করা হয় বলে অভিযোগ।
মহম্মদবাজারের কেন্দ্রসরাল গ্রামের বাসিন্দা তাপসের সেখানেই হার্ডওয়্যারের ব্যবসা ছিল।স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরে কঠোর পরিশ্রম করে পাথর খাদান ব্যবসা ভালো মতোই গড়ে তুলেছিলেন তিঁনি। অন্যদিকে জীবন বিমার এজেন্ট হিসাবেও দিনদিন তার অবস্থার ব্যাপক উন্নতি হয়েছিল।
আরও পড়ুন: TET পাশদের জন্য সুখবর! ‘এই’ সময় থেকে শুরু হচ্ছে নিয়োগ, জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি
মৃত ব্যবসায়ীর ভাইয়ের দাবি, “দাদার কোনও শত্রু ছিল না। কেন খুন করা হল বুঝতে পারছি না। তবে এর পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই।” পুলিশের প্রাথমিক অনুমান জমি সংক্রান্ত কোনও বিবাদ থেকে এই ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: মিললো না স্বস্তি! দেশে ফিরতেই ‘সুপ্রিম’ ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কারা কিভাবে তাপসকে খুন করল সেই রহস্যভেদ করতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। যেই এলাকা থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় সেখানে কোনও সিসি ক্যামেরা নেই। রাস্তাঘাটও নির্জন ছিল। এই সমস্ত খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের ভিনরাজ্য ঝাড়খন্ডে পালিয়ে গা ঢাকা দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।