আরাবল্লীতে লুকিয়ে ছিল নুহ হিংসায় অভিযুক্ত আমির! এনকাউন্টার করল পুলিস, তারপর …

বাংলা হান্ট ডেস্ক : এখনও শান্ত হয়নি এলাকা। হরিয়ানার (Haryana) নুহতে (Nuh) ফের শোনা গেল গোলাগুলির শব্দ। পুলিস ও নুহ হিংসার (Nuh Violence) অভিযুক্তদের মধ্যে চলল গুলির লড়াই। পুলিস সূত্রে খবর এক অভিযুক্ত পুলিসের সঙ্গে লড়াইয়ে গুলিবিদ্ধ হয়েছে। ওই অভিযুক্তর নাম আমির। স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

গুলির লড়াই : আজ মঙ্গলবার সকালে নুহর তাভাড়ুতে হিংসায় অভিযুক্তদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিসের। এই সংঘর্ষে উভয় পক্ষ থেকেই গুলি চালানো হয়। সংঘর্ষে আহত আমিরের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। প্রশাসনিক সূত্রে খবর এই সাফল্যের দাবিদার নুহর ক্রাইম ব্রাঞ্চ।

nuh

উদ্ধার দেশি কাট্টা ও কার্তুজ : পুলিস জানিয়েছে অভিযুক্তদের কাছ থেকে একটি অবৈধ দেশি বন্দুক ৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আরাবল্লী পর্বতের তাভাড়ুর ধ্বংসস্তূপে লুকিয়ে ছিল অভিযুক্ত। নুহ হিংসায় অভিযুক্তদের সঙ্গে পুলিসের এটি দ্বিতীয় সংঘর্ষ। এর আগেও এনকাউন্টার হয়েছিল। অভিযুক্ত আমিরের বিরুদ্ধে নুহ হিংসায় পুলিস কর্মীদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার পরে গুলি চালানোরও অভিযোগ রয়েছে।

গ্রেফতার বিট্টু : হরিয়ানার নুহতে ভয়াবহ হিংসার ঘটনায় সপ্তাহ খানেক আগে গোরক্ষক বিট্টু বজরঙ্গিকে ফরিদাবাদ থেকে গ্রেফতার করার পর তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। বিট্টুর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার নানা অভিযোগ উঠছিল। ডাবুয়া, ধনুজের মতো থানাও তার বিরুদ্ধে তদন্ত করছিল। তিনি একাধিক আপত্তিকর উপকরণ দিয়ে ভিডিয়ো করে ছড়িয়ে দিচ্ছিল বলে অভিযোগ। নুহ-এর হিংসাকান্ড থেকে নিজেদের গা বাঁচাতে বিশ্ব হিন্দু পরিষদ নাকি বিট্টুকে অচ্ছুত বলে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : ‘নমস্কার মোদিজি!’, BRICS সম্মেলনে নমোকে অভ্যর্থনা জন্টি রোডস-র! ভারতের প্রশংসায় গ্যারি কার্স্টেনও

প্রসঙ্গত, ৩১ জুলাই নুহতে ব্রিজ মণ্ডল যাত্রা বের হয় হরিয়ানার নুহতে। সেই সংক্রান্ত নানা ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই সমস্ত ভাইরাল ভিডিয়োতে বিট্টু বজরঙ্গিকেও দেখা গিয়েছে। তিনি যেসব কথা বলতেন তাতে একেবারে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে। এর জেরেও এলাকায় ক্ষোভ ছড়াতে থাকে। সেই ক্ষোভই আছড়ে পড়েছিল ব্রিজ মণ্ডল যাত্রার উপর। এর জেরে নুহতে ভয়াবহ হিংসা ছড়ায়।

Sudipto

সম্পর্কিত খবর