ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ডুবতে চলেছে রাজ্যের ১১ জেলা! তড়িঘড়ি সতর্কতা জারি IMD-র

বাংলা হান্ট ডেস্ক: প্রতিনিয়ত আবহাওয়ার (Weather) পরিবর্তন। কখনো ঝেঁপে বৃষ্টি তো কখনও অস্বস্তিকর গরম। তবে বেশ কিছুদিন ধরে রাজ্যের একাধিক জেলা বৃষ্টিতে (Rain) ভিজেছে। গতকাল থেকেই ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলা। এরই মধ্যে বাংলা সহ উত্তর-পূর্ব রাজ্যের বেশ কয়েকটি অংশে ২৬ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া বিভাগ।

হাওয়া অফিস রিপোর্টে জানিয়েছে, উত্তরবঙ্গ ভারী বৃষ্টিতে তোলপাড় হবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর আগামীকাল ২৩ অগস্ট অর্থাৎ বুধবার থেকে ২৫ অগস্ট শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি থাকছে।

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে তুমুল বৃষ্টির সতর্কতা। পশ্চিমবঙ্গের উপ-হিমালয় জেলাগুলিতে ২৬ অগাস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে। তবে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে এই সময়ের মধ্যে হালকা বৃষ্টিপাত হবে এমনটাই বলছে পূর্বাভাস।

আরও পড়ুন: মহা ফাঁপরে ED, বাংলা-ইংরেজির খেল! কী ভাবে এগোবে অনুব্রতের বিচারের প্রক্রিয়া?

অন্যদিকে, দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে তিলোত্তমাও।

আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণে। যার দরুন দক্ষিণের সব জেলাতেই আজ থেকে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জানা যাচ্ছে ২৫ তারিখ থেকে কিছুটা বৃষ্টি ফের কমতে পারে।

weather

আরও পড়ুন: যাদবপুরের বিরুদ্ধে চরম পদক্ষেপ সায়ন বন্দ্যোপাধ্যায়ের! এই বিশেষ দাবি করে ঘুম ওড়ালেন র‍্যাগিং র‍্যাকেটের

হাওয়া অফিস জানাচ্ছে আগামী কিছু দিনে উত্তরবঙ্গ ভারী বৃষ্টিতে তোলপাড় হবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর আগামীকাল ২৩ অগস্ট অর্থাৎ বুধবার থেকে ২৫ অগস্ট শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি থাকছে।উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর