বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে! বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে রাজ্যের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। অন্যদিকে সেই আগুনে ঘি ঢেলেছে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ইস্যু। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তর্বতী উপাচার্য নিয়োগের অভিযোগে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এবার আরও বিপাকে সিভি বোস।
জানা গিয়েছে, এবার এই একই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা (Public Interest Case)। সূত্রের খবর, মামলাটি করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: রাজেশ দাস।
অধ্যাপকের দাবি, ইউজিসির (UGC) আইনে অন্তর্বর্তী ভিসি করার কোনও নিয়ম নেই। রাজ্যের বিশ্ববিদ্যালয় আইনে উপাচার্যের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা গেলেও তাকে কোন ক্ষমতা দেওয়া হয়নি। এই বিষয়ে শিক্ষামন্ত্রী বা শিক্ষা দফতরের অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
আরও পড়ুন: মাথায় বাজ! এবার তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জাহাজবাড়ি উঠবে নিলামে, হইচই রাজ্যে
আর কী কী অভিযোগ মামলাকারীর? “ইউজিসির নিয়ম ভেঙে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বতী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল।” মঙ্গলবার হাইকোর্টের এজলাসে মামলাকারীর আইনজীবীর প্রশ্ন, “ভিসি হিসেবে যখন ক্ষমতায় নেই তাহলে কীভাবে বৈঠক ডাকা, অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন নব নিযুক্ত অন্তর্বতী ভিসি-রা?”
আরও পড়ুন: কিছুক্ষনেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি! টানা জারি ইয়েলো অ্যালার্ট
জানিয়ে রাখি, বর্তমানে রাজ্যে প্রায় ১৩ জন অন্তর্বর্তীকালীন উপাচার্য রাজ্যপালের (Governor) সিদ্ধান্তে নিযুক্ত রয়েছেন।
সমস্ত বিষয় শুনে মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু এই সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন তাই তার নিষ্পত্তি হলেই এই মামলা শুনবেন তিনি। অর্থাৎ রাজ্য বনাম রাজ্যপালের যেসব একাধিক মামলা হাইকোর্টের অন্য বেঞ্চে রয়েছে তার জট খুললেই এই মামলা শুনবেন প্রধান বিচারপতি।