‘গরিবরা খেতে পাচ্ছে না, চন্দ্রাভিযানের টাকায় উন্নয়ন হোক’, বেফাঁস তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি

বাংলা হান্ট ডেস্ক: আজ সেই দিন যেই দিনের অপেক্ষায় গোটা দেশ, সকলের ভারতবাসী। সব ঠিক থাকলে আজই আর কিছুক্ষনের মধ্যেই চাঁদের মাটি স্পর্শ করবে ভারতের চন্দ্রযান (Chandrayaan 3)। যা ভেবে এখন থেকেই যেন গায়ে কাঁটা দেওয়ায় জোগাড়। দুর্ভাগ্যজনক ভাবে ভারতের প্রথম দুটি চন্দ্রযান মিশন বিফল হয়। তবে এবার ১০০% আশার আলো দেখছেন সকলে।

চন্দ্রযান (Chandrayaan 3) এর অবতরণ নিয়ে মুখিয়ে রয়েছে সকলে। অপেক্ষায় প্রহর যেন শেষ হচ্ছে না। চরম উৎসাহ-উদ্দীপনা প্রতিটি ভারতবাসীর রক্তে। তবে প্রতিটি বললে আবার খানিক ভুলও হবে। কিছু কিছু মানুষ অবশ্য চাঁদে ‘যন্ত্র’ পাঠানোর বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। তেমনই একজন তৃণমূল (TMC) বিধায়ক ইদ্রিশ আলি (Idrish Ali)।

ভারতের চন্দ্রযান (Chandrayaan 3) অভিযান নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের ইদ্রিশ আলি। কটাক্ষের সুরে এদিন নেতার মন্তব্য, ‘যে টাকায় চন্দ্রাভিযান, সেই টাকায় উন্নয়ন করা সম্ভব। গরিব মানুষ খেতে পাচ্ছে না, দেশ পিছিয়ে যাচ্ছে। হাততালি কুড়ানোর চেষ্টা মোদি সরকারের।’

আরও পড়ুন: সাইক্লোনিক সার্কুলেশন! কিছুক্ষনেই তুমুল ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের এই সব জেলায়, উত্তরেও দুর্যোগ

শাসকদলের ‘হেভিওয়েট’ এই বিধায়কের মতে, এতে কী লাভ হবে তাও তিনি বুঝতে পারছেন না। চন্দ্রযান নিয়ে নেতার এহেন মন্তব্যে ছড়িয়েছে জোর বিতর্ক। সমালোচনাতেও সরব হয়েছেন অনেকে। বিধায়কের মন্তব্যের তীব্র বিরোধিতা করে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ইদ্রিশ আলিকে কুয়োর ব্যাঙয়ের সঙ্গেও তুলনা টেনেছেন।

idris ali

আরও পড়ুন: পার্থর পর এবার দুর্নীতিতে আরও এক ‘হেভিওয়েট’ মন্ত্রীর যোগ! কাকে নিজামে তলব করল CBI?

আবার ইদ্রিশের সঙ্গে একমত নন দলেরই অনেকে। এই যেমন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র চন্দ্রযান প্রসঙ্গে বলেন, ‘চন্দ্রাভিযান রাজনীতির ঊর্ধ্বে, গোটা ভারতের গর্ব।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর